দক্ষিণ উরির চরে নদী ভাংগনে কবল থেকে রক্ষার দাবীতে সমাবেশ

77

দক্ষিণ উরির চরে নদী ভাংগনে কবল থেকে রক্ষার দাবীতে এক সমাবেশের আয়োজন করে উরির চর বিএনপি।সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক যথাক্রমে নুরুল আমীন চেয়ারম্যান, ইন্জি বেলায়েত হোসেন, সরওয়ার আলমগীর, কাজী মোহাম্মদ সালা উদ্দীন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জনাব জাহিদুল করিম কচি, ৭১ টিভির ব্যুরো চীপ শিল্পী, চট্টগ্রাম মহানগর জিয়া পরিষদের সদস্য সচিব রোটারিয়ান জসীম উদ্দিন, উত্তর জেলা বিএনপির সদস্য আজমত আলী বাহাদুর, সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হানিফ, যুবদলের সাবেক সভাপতি, সন্দ্বীপ উপজেলা বিএনপির সিনিয়র সদস্য মোশাররফ হোসেন আকবর,যুবদলের সদস্য সচিব এম এ আজিজ, সেচ্ছাসেবক দলের চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক শাওন রকি,ছাত্র দলের চট্টগ্রাম উত্তর জেলার সহ সভাপতি আকরামুল আজিম, ফজল করিম সন্দ্বীপ উপজেলার উরির চরে সফর উপলক্ষে আয়োজিত সমাবেশে উরির চর বিএনপির সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাহের কেরানীর পরিচালনায় এক বিশাল সভায় নেতৃবৃন্দ বলেন উরির চরে ফ্যাসীবাদী সরকারের আমলে নোয়াখালী লোকজন একটা ওয়ার্ড জোর করে দখলের তীব্র নিন্দা জানানো হয় এবং অনতিবিলম্বে দখলকৃত জায়গা অবমুক্ত করে সন্দ্বীপ বাসীকে ফেরত দেওয়ার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট অনুরোধ জানান।
দক্ষিণ উরির চরে নদী ভাংগনে কবল থেকে রক্ষা করা এবং চতুর দিকে ভেড়ী বাদের ব্যবস্থা করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন।
স্বাস্থ্য কেন্দ্র কোন ডাক্তার নাই ডাক্তারের ব্যবস্থা সহ স্কুল, মাদ্রাসায় প্রয়োজনীয় শিক্ষক এবং রাস্তা গুলো জরুরি ভাবে নির্মাণের ব্যবস্থা করতে হবে।
সভা শেষে এক বিশাল মিছিল সড়ক গুলো পদক্ষিন করে।

Advertisement
spot_img
Advertisement
spot_img