চট্টগ্রাম ডিসি পার্কে শনিবার শুরু হচ্ছে মাসব্যাপী ফুল উৎসব

77

ডালিয়া, চন্দ্রমল্লিকা, গোলাপ-গাঁদা। সারি সারি বর্ণিল ফুলের সমাহার। যেদিকে চোখ যায়-শুধু রঙের খেলা। চেনা দেশি ফুলের পাশে আছে বিদেশি ফুলের বাহারও। ফুলের এমন জলসায় রঙের মেলায় বিমুগ্ধ দর্শনার্থীরা। চট্টগ্রামের ফৌজদারহাটে সাগর পাড়ে গড়ে তোলা ডিসি পার্কে বসেছে ফুলের মেলা, রঙের আসর। পুরো পার্ক সেজেছে নানা রঙের ফুলে। উৎসবে দেশি-বিদেশি নানা প্রজাতির দুই লাখ ফুলের মেলা বসছে এবার। আগামী ৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ফুল উৎসব। ১৩৬ প্রজাতির লক্ষাধিক ফুলের আসর বসবে সেখানে। চট্টগ্রাম জেলা প্রশাসন এ উৎসবের আয়োজন করছে।
আজ বিকেলে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।তিনি বলেন ,প্রতিদিন এখানে নগর বাউল সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন গান পরিবেশন করবেন।এবারে থাকবে ১৩০ প্রজাতির ফুল।

Advertisement
spot_img

বাংলাদেশের সবচেয়ে বড় ফুল উৎসব। চট্টগ্রামে তৃতীয় বারের মতো এ আয়োজন হতে যাচ্ছে। এটি হবে আনন্দ, সংস্কৃতি এবং ঐতিহ্যের এক অপূর্ব সমাবেশ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনা ফুলের সমারোহে ডিসি পার্ককে সাজানো হয়েছে। প্রতিটি প্রজাতি ভিন্ন রঙ, আকৃতি এবং ঘ্রাণে সমৃদ্ধ যা সহজেই দর্শকদের মনকে আলোড়িত করবে।

দর্শকপ্রিয় করতে বাগান সাজানো হয়েছে দুবাইয়ের মিরাকল গার্ডেনের আদলে। ফুল উৎসবের পাশাপাশি থাকছে সাংস্কৃতিক আয়োজন, ঘুড়ি, ভায়োলিন ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পান উৎসব। ফুল উৎসবের আগে থেকে হাজারো দর্শক দেখতে আসেন প্রতিদিন।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত পার্ক দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। টিকিটের মূল্য হবে জনপ্রতি ৫০ টাকা। উৎসব ঘিরে বসবে বাংলার ঐতিহ্যবাহী পিঠা, হস্তশিল্প এবং স্থানীয় খাবার সমৃদ্ধ গ্রামীণ মেলা। সেই সঙ্গে চলবে নাচ, গান, ও সাংস্কৃতিক পরিবেশনা।

Advertisement
spot_img