ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লড়াই করেছিলেন শামিম পাটোয়ারি। ২৩ বলে ফিফটি হাঁকান। ৩৮ বলে খেলেন ৭৮ রানের ইনিংস। তবু খুলনা টাইগার্সের দেওয়া ২০৪ রানের লক্ষ্য থেকে অনেকটা দূরেই থামতে হয় শামিমের চিটাগং কিংসকে। এতে ৩৭ রানের হার দিয়ে বিপিএলের নতুন আসর শুরু হলো চট্টলার দলটির।
২০৪ রান তাড়া করতে নেমে শামিম ছাড়া চিটাগংয়ের আর কোনো ব্যাটার দলের রান তাড়ায় ন্যূনতম অবদানও রাখতে পারেনি। দলটির পক্ষে শামিমের পর দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান এসেছে পাকিস্তানের উসমান খানের ব্যাটে। চিটাগংয়ের ব্যাটিংয়ের দৈন্যদশা বুঝানোর জন্য এই তথ্যই যথেষ্ট।
খুলনার হয়ে ৪৪ রানে ৪ উইকেট তুলে নেন পেসার আবু হায়দার রনি।
এর আগে মিরপুরের হোম অব ক্রিকেটে তস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠায় চট্টগ্রাম। অজি ব্যাটার উইলিয়াম বসিস্টো এবং মাহিদুল ইসলাম অঙ্কনের দুর্দান্ত দুই ইনিংস চড়ে ২০৩ রানের পাহাড়ে চড়ে খুলনা।
এর মধ্যে ৫০ বলে ৮ চার এবং ৩ ছক্কায় ৭৫ রানে অপরাজিত ছিলেন বসিস্টো। আর ছয়ে নেমে মাহিদুল ইসলাম অঙ্কন খেলেন ২২ বলে ১ চার আর ৬ ছক্কায় ৫৯ রানে অপরাজিত থাকেন।
বসিস্টো প্রথমে মেহেদী হাসান মিরাজের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৫১ এবং পঞ্চম উইকেটে অঙ্কনকে নিয়ে ৮৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তিনি।
আর তাতেই নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেটে ২০৩ রান স্কোরবোর্ডে জমা করতে সমর্থ হয় মিরাজের দল।
চিটাগংয়ের পক্ষে দুটি করে উইকেট নেন আলিস আল ইসলাম ও খালেদ আহমেদ।