দোয়া মাহফিলে মীর হেলাল

বিশিষ্ট শিল্পপতি নুরুজ্জামান চৌধুরী সর্বস্তরের মানুষের প্রিয় ব্যক্তি ছিলেন

দোয়া মাহফিলে মীর হেলাল

56

বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক, বাংলাদশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, মরহুম শিল্পপতি নুরুজ্জামান চৌধুরী সর্বস্তরের জনগণের প্রিয় ব্যক্তি ছিলেন। ছিলেন মাটি ও মানুষের নেতা। তিনি আমৃত্যু মানুষের জন্য কাজ করে গেছেন। চান্দগাঁওয়ের সর্বস্তরের মানুষের আস্থাভাজন নেতা ছিলেন। আজও চান্দগাঁওয়ের মানুষ তাঁর অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সাধারণ মানুষের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত গভীর সাধারণ মানুষের সুখ-দু:খে পাশে দাঁড়ানোর চেষ্টা করতেন। তিনি বড় মনের মানুষ ছিলেন। তার সময়ে চান্দগাঁওয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য কেন্দ্র গঠনে তাঁর ভূমিকা ছিল অপরিসীম। তিনি তার জনকল্যাণকর কাজের মাধ্যমে বেঁচে আছেন এবং থাকবেন। তিনি সবাইকে সমান চোখে দেখেছেন। কোন দল মতাদর্শের লোক হিসেবে কাউকে মূল্যায়ন করেননি। যে কারণে সর্বস্তরের লোকজনের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা অনস্বীকার্য।

Advertisement
spot_img

তিনি আজ ৩০ ডিসেম্বর ২০২৪, (সোমবার) বাদ জোহর মাহাম্মদ নুরুজ্জামান চৌধুরীর ৩১তম মৃত্যুবার্ষিকীতে নগরীর শাহ আমানত মাজার সংলগ্ন মসজিদ প্রাংগণে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলে এসব কথা বলেন।

এ সময় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান, যুগ্ম আহবায়ক আহমেদ উল আলম চৌধুরী রাসেল, সদস্য ইকবাল চৌধুরী, জাফর আহমদ, উত্তর জেলা বিএনপি নেতা আবু হাসনাত, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব আলী আজগর, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, মহানগর বিএনপির’র সাবেক সদস্য আবু সালেহ চৌধুরী, বি এন পি নেতা আসিফ চৌধুরী, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি আব্দুর রাজ্জাক, জাসাস, চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, বায়েজিদ বোস্তামী থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল্লাহ আল হারুন, বিএনপি নেতা আকতার হোসেন, বায়েজিদ চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি শফিকুল আলম, যুগ্ম সম্পাদক নুরুল আলম শিপু, বোস্তামী থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলতাফ হোসেন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা রাজিব আকন্দ, আবদুল হাই সাবেক সহ সাধারণ সম্পাদক আহাদ আলী সায়েম সহ প্রমুখ নেতৃবৃন্দ।

মরহুম মোহাম্মদ নুরুজ্জামান চৌধুরী ছিলেন খাতুনগঞ্জ আমির মার্কেটের স্বত্বাধিকারী ও বিশিষ্ট দানবীর মরহুম মোহাম্মদ সোলায়মান চৌধুরীর দ্বিতীয় পুত্র। চাঁন্দগাঁও ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার, বিশিষ্ট শিল্পপতি এবং সমাজ সেবক মরহুম মোহাম্মদ নুরুজ্জামান চৌধুরীর ৩১তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক, বাংলাদশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের শশুর।

এই উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে দিনব্যাপী ব্যাপক কর্মসুচী গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠান পরবর্তী পর্বে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন নুরুজ্জামান চৌধুরীর ছেলে সাব্বির চৌধুরী।

Advertisement
spot_img