অন্তবর্তীকালীন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব, নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগরের আহবায়ক প্রবীণ সাংবাদিক জাহিদুল করিম কচি’র সাথে শুভেচ্ছা বিনিময়ে নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগারের দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত সাজ্জাদ হোসেন খাঁন, নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম নগর কমিটির সদস্য মনির হোসেন আবির এর নেতৃত্বে এতে আরো উপস্থিত ছিলেন ২০২৪ এর অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ২৭ জুলাই রাজধানীর নয়া পল্টনে গুরুতর আহত ছাত্রনেতা জাহিদুল ইসলাম বাবু, ছাত্রনেতা উজ্জ্বল চক্রবর্তী, নুর হোসেন মেরাজ, সাদমান আব্দুল্লাহ শাওয়াল প্রমুখ। শুভেচ্ছা নিবিময়ে উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে প্রবীণ সাংবাদিক জাহিদুল কমির কচি বলেন, আজ তোমাদের সাক্ষাৎ পেয়েছি, এটা আমার জন্য অন্তত গর্বের। তোমরা বাংলাদেশকে যে পর্যায়ে নিয়ে গেছ সেটি ঐতিহাসিক ঘটনা।
এই ঐতিহাসিক ঘটনার সর্বস্তরের সকলকে আমি মনেপ্রাণে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। জুলাই মাসে বাংলাদেশে যেটা হয়ে গেল এটার নজির পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীতে বহু অভ্যুত্থান হয়েছে কিন্তু এটা ছিল সম্পূর্ণ ভিন্ন রকমের। এটা ছিল তোমাদের নিজের হাতে গড়া একটা জিনিস। এখানে কোনো বড় নেতা এসে হুকুম দেয়নি। তোমরা স্বতঃস্ফূর্তভাবে করেছ। তিনি বলেন, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়- বিভিন্ন শ্রেনী-পেশার- কর্মজীবী এমনকি বাসায় থাকে যে যেখানে পারে সেখান থেকে এসে এ আন্দোলনে যোগ দিয়েছে এবং সমানভাবে এগিয়ে এসেছে। এটা বাংলাদেশকে একেবারে পরিবর্তন করে দিয়েছে। ফলে ৫ আগস্টের আগের বাংলাদেশ আর নেই। এটা নতুন বাংলাদেশ। নতুন এই বাংলাদেশ আমরা গড়ব। দেশ বদলানোর যে প্রতিজ্ঞা তোমরা ধরে রাখবা।