রাকিফো গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষা সম্পন্ন

117

আজ ২১ ডিসেম্বর সকালে চট্টগ্রামের রাউজান কিন্ডারগার্টেন ফোরাম রাকিফো ব্যবস্থাপনায় দুটি কেন্দ্রে রাকিফো গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়। রাকিফো গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষার সভাপতি বাবু টিপু কান্তি দাশ ও মহাসচিব মুহাম্মদ জাহেদুল আলমের সার্বিক তত্ত্বাবধানে দুটি কেন্দ্রে ১২ শতাধীক শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করেন।
অতিথি হিসেবে বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানে আলম, ব্যাংকার বাবু সুজিত দাশ মিন্টু, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চল এর সাধারণ সম্পাদক কাজী সরোয়ার খান মনজু, শিক্ষক নেতা সমীর চন্দ্র দাশ।
হল পরিদর্শন করেন রাকিফো’র গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষার হল সচিব আবুল কালাম, সহ সভাপতি মোহাম্মদ শামসুল আলম, কাজী আবু বকর চৌধুরী, মোহাম্মদ নুর নবী, পরীক্ষা নিয়ন্ত্রক মিসেস শিখা রাণী।
আরো উপস্থিত থেকে হল পরিদর্শন করেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, তৈয়ব চৌধুরী, এস. এম. ইউছুপ, মোহাম্মদ কামাল উদ্দীন, রাকিফোর নেতৃবৃন্দ রোখেয়া বেগম, রুবেল দাশ, হারাধন মহাজন, শান্তা দে, মোহাম্মদ ফজল করিম, সৌরভ বড়ুয়া, জসীম উদ্দিন চৌধুরী, ফেরদৌস বেগম নিশু, রুমি বড়ুয়া, সুভাষ বৈদ্য, শাকিল, সেতু রাজ বড়ুয়া প্রমুখ।।
রাউজান কলেজ কেন্দ্র পরিদর্শন করেন রাকিফো’র সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম, কাজী আবু বকর চৌধুরী ও মোহাম্মদ নুর নবী।।

Advertisement
spot_img
Advertisement
spot_img