সন্ত্রাসী-চাঁদাবাজদের কোন দল-মত-ধর্ম নেই: মেয়র ডা. শাহাদাত

54

সন্ত্রাসী-চাঁদাবাজদের কোন দল-মত-ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে প্রশ্রয় দেয়া যাবেনা বলে মনে করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। রাজনৈতিক শক্তি, জনগণ ও প্রশাসন ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসী-চাঁদাবাজদের নির্মুলে কাজ করা প্রয়োজন বলে মনে করেন মেয়র ডা. শাহাদাত।

Advertisement
spot_img

শনিবার মোঃ আব্দুল করিম, অফিসার ইনচার্জ কোতোয়ালী থানা, সিএমপি, চট্টগ্রামের সভাপতিত্বে কোতোয়ালী থানা প্রাঙ্গণে “সিটিজেনস্ ফোরাম মত বিনিময় সভা” অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র জনাব ডাঃ শাহাদাত হোসেন বলেন, সন্ত্রাসী-চাঁদাবাজদের কোন দল-মত-ধর্মীয় পরিচয় নেই। ক্ষুদ্র ব্যক্তিস্বার্থে সন্ত্রাসী-চাঁদাবাজদের প্রশ্রয় দেয়া যাবেনা। সুস্থ স্বাভাবিক নিরাপদ চট্টগ্রাম গড়তে হলে রাজনৈতিক শক্তি, জনগণ ও প্রশাসন ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসী-চাঁদাবাজদের নির্মুলে কাজ করা প্রয়োজন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন শাকিলা সোলতানা। আরো উপস্থিত ছিলেন উপ- পুলিশ কমিশনার (দক্ষিণ), মোঃ মাহমুদুল হাসান, অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার ( দক্ষিণ), মোঃ মাহফুজুর রহমান, সহকারী পুলিশ কমিশনার ( কোতোয়ালি জোন) সিএমপি চট্টগ্রাম। রাজনৈতিক নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, মহানগর বিএনপির সদস্য গাজী সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম, কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক কাউন্সিলর ইসমাইল বালিসহ সিটিজেনস ফোরাম কোতোয়ালী থানার নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত মত বিনিময় সভায় কোতোয়ালী থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাসহ সকল প্রকার অপরাধ নিবারণে সকলেই সার্বিক সহযোগিতা করবেন মর্মে জানান।

Advertisement
spot_img