ব্রিটিশ গণমাধ্যমে টিউলিপ ও তার পরিবারের দুর্নীতির খবর

50

এবার ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলে উঠে এল শেখ হাসিনার বোনের মেয়ে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির খবর। প্রতিবেদনে জানানো হয়, তাদের বিরুদ্ধে ৪০০ কোটি পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগে তদন্ত করছে দুদক। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন টিউলিপ সিদ্দিক।

Advertisement
spot_img

বৃহস্পতিবার প্রকাশিত দ্য ডেইলি মেইলের একটি প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে ৪০০ কোটি পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগে টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রকল্পটি ২০১৩ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, টিউলিপ সিদ্দিকের মা শেখ রেহানা, খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পরিবারের অন্যান্য সদস্যরাও এই অভিযোগে জড়িত। নথিতে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামও উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ হাইকোর্টের নির্দেশে শুরু হওয়া তদন্তের নথি অনুযায়ী, ১০ বিলিয়ন পাউন্ডের এই প্রকল্প থেকে ৪ বিলিয়ন পাউন্ড বেআইনিভাবে আত্মসাৎ করা হয়েছে। অভিযোগে দাবি করা হয়েছে, এই অর্থ রুশ কর্মকর্তাদের সহায়তায় বিভিন্ন দেশের ব্যাংকে স্থানান্তর করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, টিউলিপ সিদ্দিক রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে প্রকল্পের বিভিন্ন আলোচনায় মধ্যস্থতা করেন এবং কার্যক্রম সমন্বয় করেন।

অন্যদিকে, রুশ প্রতিষ্ঠান রোসাটম অভিযোগগুলো অস্বীকার করে প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। টিউলিপ সিদ্দিক ও তার পরিবার এই অভিযোগকে “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে দাবি করেছেন।

ব্রিটিশ কনজারভেটিভ পার্টির এমপি জো রবার্টসন বলেছেন, “এই গুরুতর অভিযোগের পর টিউলিপ সিদ্দিক কীভাবে তার দায়িত্ব পালন করবেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।”

এই ঘটনার পর টিউলিপ সিদ্দিকের পারিবারিক ও রাজনৈতিক সংযোগ নিয়ে ব্রিটিশ ও আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Advertisement
spot_img