মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দিল জেলাপ্রশাসক

55

মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান ও আলোচনা সভা আজ ১৬ ডিসেম্বর সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের মান্যবর কমিশনার জনাব ড. মো: জিয়াউদ্দীন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন যথাক্রমে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি জনাব মোঃ আহসান হাবীব পলাশ, চট্টগ্রাম মট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব হাসিব আজিজ ও পুলিশ সুপার জনাব রায়হান উদ্দিন খান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “৭১এর মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। কিন্তু আমাদের স্বাধীনতার প্রত্যাশা পূরণে যে অপূর্ণতা ছিলো, তার পূর্ণতার আশায় জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। জাতির প্রত্যাশা পূরণে সকল ধরনের হিংসা-বিদ্বেষ, হানাহানি, বৈষম্য ভুলে সবচেয়ে সুখী ও সুন্দর মানুষের দেশ হিসেবে বাংলাদেশ পৃথিবীর বুকে স্থান করে নিবে বলে আমরা আশা রাখছি।”

Advertisement
spot_img
Advertisement
spot_img