চট্রগ্রামের পটিয়া উপজেলায় রাজনৈতিক বিরোধের জের ধরে মিজান (২৬) নামের এক ছাত্রদল নেতার ছুরিকাঘাতে সিজান (১৯) নামের আরেক ছাত্রদল নেতা আহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১৩.৩০ টার দিকে উপজেলা ও পৌরসভা বিএনপির কার্যালয়ের পাশে এই ঘটনা ঘটে। আহত সিজান উপজেলার কচুয়াই ইউনিয়নের উত্তর শ্রীমাই ৮ নং ওয়ার্ডের নুরুল হকের পুত্র বলে জানাগেছে।
দুজনেই উপজেলার কচুয়াই ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। অপরদিকে, হামলাকারী ছাত্রদল নেতা মিজান (২৬) কচুয়াই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মল্লপাড়া একাকার বাসিন্দা।
জানা যায়, মিজান ও সিজান দুজনই দক্ষিণ জেলা বিএনপির সাবেক এনামুল হক এনামের অনুসারী। দুজনই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী। মিজান তার রাজনৈতিক প্রতিপক্ষ সিজানকে পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাত করে। এতে সিজনের নিতম্বে মারাত্মকভাবে জখম হয়। সিজানকে প্রাথমিক চিকিৎসা শেষে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কচুয়াই ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন বলেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।