আজ ১৫ ডিসেম্বর, সন্ধ্যা ৬ঘটিকায় চট্টগ্রামের উন্নয়ন ভাবনা নিয়ে একটি আলোচনা অনুষ্ঠান “কথামালা” বিজয় মেলা প্রাঙ্গনে আয়োজিত হয়। অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র ডাঃ শাহাদাত হোসেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম, নগর পরিকিল্পনাবিদ প্রকৌশলী সুভাষ চন্দ্র বড়ুয়া ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ শরীফ উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্মিলিত নাগরিক ফোরামের সদস্য সচিব জনাব হাসান মারুফ রুমি।
আলোচনায় জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “যারা পাহাড় কাটছে, খাল দখল করছে; তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। নগরবাসীর মানসিক স্বাস্থ্যের বিষয় বিবেচনায় খেলার মাঠ ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণ ও উন্নয়ন করা হবে। এছাড়াও চট্টগ্রাম জেলায় পর্যটন শিল্প বিকাশে বর্তমান জেলা প্রশাসন মাস্টারপ্ল্যান অনুযায়ী কাজ করার উদ্যোগ গ্রহণ করেছে।”