চট্টগ্রামে বিজয় মেলায়

26

আজ ১৫ ডিসেম্বর, সন্ধ্যা ৬ঘটিকায় চট্টগ্রামের উন্নয়ন ভাবনা নিয়ে একটি আলোচনা অনুষ্ঠান “কথামালা” বিজয় মেলা প্রাঙ্গনে আয়োজিত হয়। অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র ডাঃ শাহাদাত হোসেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম, নগর পরিকিল্পনাবিদ প্রকৌশলী সুভাষ চন্দ্র বড়ুয়া ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ শরীফ উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্মিলিত নাগরিক ফোরামের সদস্য সচিব জনাব হাসান মারুফ রুমি।

Advertisement
spot_img

আলোচনায় জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “যারা পাহাড় কাটছে, খাল দখল করছে; তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। নগরবাসীর মানসিক স্বাস্থ্যের বিষয় বিবেচনায় খেলার মাঠ ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণ ও উন্নয়ন করা হবে। এছাড়াও চট্টগ্রাম জেলায় পর্যটন শিল্প বিকাশে বর্তমান জেলা প্রশাসন মাস্টারপ্ল্যান অনুযায়ী কাজ করার উদ্যোগ গ্রহণ করেছে।”

Advertisement
spot_img