রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের কমিটি গঠন

72

মূলধারার গণমাধ্যমে কর্মরত প্রতিনিধিদের নিয়ে পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মোঃ ইলিয়াছ তালুকদারকে (ভোরের কাগজ) সভাপতি ও মো. নুরুল আবছার চৌধুরীকে (আমার দেশ, কর্ণফুলী) সাধারণ সম্পাদক নির্বাচিত করে দুই বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। গত শনিবার সকালে চট্টগ্রামের একটি রেস্টুরেন্টে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভার দ্বিতীয় অধিবেশনে সর্ব সম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। এছাড়া সহ সভাপতি পদে আব্বাস হোসাইন আফতাব (প্রথম আলো, এশিয়ান টিভি, চট্টগ্রাম মঞ্চ), যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন (মানবকন্ঠ), অর্থ সম্পাদক পদে মোয়াজ্জেম হোসেন কায়ছার (মানবজমিন, একুশে পত্রিকা), দপ্তর সম্পাদক পদে আরিফুল হাসনাত (আমাদের সময়, সিএইচডি টিভি), নির্বাহী সদস্য পদে মোহাম্মদ আলী (ইত্তেফাক), আকাশ আহমেদ (আজকের পত্রিকা) ও মাসুদ নাসির (দৈনিক সমকাল, পূর্বদেশ) নির্বাচিত হয়েছেন। সংগঠনের বিদায়ী সভাপতি জিগারুল ইসলাম জিগার (দৈনিক কালের কন্ঠ, পূর্বকোণ) নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের বিদায়ী যুগ্ম সম্পাদক শান্তি রঞ্জন চাকমা (দৈনিক নয়াদিগন্ত, সুপ্রভাত বাংলাদেশ), বিদায়ী অর্থ ও দপ্তর সম্পাদক জগলুল হুদা (দৈনিক আজাদী, কালবেলা, সিপ্লাস টিভি)।

Advertisement
spot_img

ছবির ক্যাপশন: সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার, সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার চৌধুরী।

Advertisement
spot_img