একটি পক্ষ ষড়যন্ত্র করে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের পায়তারা করছে-অ্যাটর্নি জেনারেল

84

একটি পক্ষ ষড়যন্ত্র করে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পায়তারা করছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আজ শনিবার বিকেলে চট্টগ্রামে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও চতুর্থ সম্মেলনে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

Advertisement
spot_img

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বিগত সময়ে আওয়ামী লীগ সংবিধানের নামে, মুক্তিযুদ্ধের নামে দেশে গণতন্ত্র হত্যা করা হয়েছিলে, ভোটাধিকার হরণ করা হয়েছিল।’

মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘দেশে হিন্দু সম্প্রদায়ের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে, সেখানে একটি পক্ষ ষড়যন্ত্র করে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পায়তারা করছে।’

শহিদ বুদ্ধিজীবী দিবসে আওয়ামী লীগের ভূমিকা নিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ জুলাই আন্দোলনে বুদ্ধিজীবী কবরস্থানের পেছনে ৭০ জনের মরদেহ দাফন করেছে। তারা কি এমন মানবতাবিরোধী অপরাধ করেছে যার কারণে তাদের দলের কেউ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানাতে আসেনি?’

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মজিবুর রহমান মিয়াএকুশে পদকপ্রাপ্ত সমাজসেবক, পিএইপি ফ্যামিলির চেয়ারম্যান সূফী মোহাম্মদ মিজানুর রহমান, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকসহ বিচারক, পুলিশ, শিক্ষাবিদসহ বিভিন্ন ঘটনার ভুক্তভোগীরা।

এর আগে, সকালে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা।

Advertisement
spot_img