ভারতে হিন্দুদের আক্রোশের শিকার এক মুসলিম দম্পতি। উত্তর প্রদেশের মুরাদাবাদ শহরে বাড়ি কিনে সেখানে উঠতেই পারেনি সংখ্যালঘু একটি মুসলিম পরিবার। এমনকি হিন্দুদের তোপে বাড়িটি বিক্রি করতেও বাধ্য হয়েছেন তারা। শুধু এই পরিবারই নয়, ওই এলাকায় কোন মুসলমানকে থাকতে দেয়া হবেনা বলেও জানিয়েছে তারা।
বাংলাদেশে সংখ্যালঘু ইস্যু ও রাষ্ট্রদোহিতার অভিযোগে গ্রেফতার ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসের মুক্তির দাবিতে বেশ কয়েকদিন ধরে ভারতের বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ-সমাবেশ।
তবে ভারতে সংখ্যালঘু মসুলমানদের উপর দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে কট্টর হিন্দুবাদীর। এবার উত্তর প্রদেশের মুরাদাবাদ শহরে এক দম্পতি নিজের বাড়ি ছাড়তে বাধ্য হলেন প্রতিবেশি হিন্দুদের বিক্ষোভে।
সংবাদ মাধ্যম বিবিসি বলছে, মুরাদাবাদের একটি অভিজাত এলাকায় এক চিকিৎসকের কাছ থেকে বাড়ি কিনেছিলেন এক মুসলিম দম্পতি। বাড়িটি স্থানীয় একটি মন্দিরের পাশে। এই খবর প্রকাশ হওয়ার পরই বিক্ষোভ শুরু করে আশেপাশের হিন্দুরা। জানায়, মন্দিরের পাশে অন্য ধর্মালম্বিকে থাকতে দেবে না তারা।
জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে অভিযোগ করেও লাভ হয়নি পরিবারটির। অবশেষে বাড়িটি এক হিন্দু পরিবারের কাছে বিক্রি করতে বাধ্য হয়েছে।
ওই বাড়িটির আগের মালিক ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, এই ঘটনায় বোঝা যায়, ভারতেও পরিবেশ বদলে যাচ্ছে।
বিবিসির ওই প্রতিবেদন বলছে, ভারতে ধর্মীয় সংখ্যালঘুরা বহু বছর ধরে বৈষম্যের শিকার। বিজেপি শাসনামলে এ ধরনের ঘটনা আরও বেড়েছে। মোরাদাবাদের এই ঘটনাটি কেবল একটি বাড়ি বিক্রি নয়, বরং ভারতে বাড়তে থাকা ধর্মীয় অসহিষ্ণুতার জ্বলন্ত উদাহরণ বলে মনে করছে মানবাধিকার সংস্থাগুলোর।