পাহাড়তলীস্থ চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রে রোগী কল্যাণ সমিতির নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। অদ্য ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় এ উপলক্ষে সমিতির উদোগে হাসপাতালের শ্রেণী কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম চক্ষু হাসপাতালের ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেন। প্রধান অতিথি ছিলেন, সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (উপ-সচিব) কাজী নাজীমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, জেলা সমাজসেবা কার্যলয় চট্টগ্রাম এর উপ-পরিচালক মো. ফরিদুল আলম। হাসপাতাল সমাজসেবা অফিসার প্রিয়াংকা মুহুরীর উপস্থাপনায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম চক্ষু হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. রাজিব হোসেন, আইসিও এর অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান ওসমানী, বিএনএসবি চট্টগ্রামের কার্যকরী পরিষদের সদস্য মোহাম্মদ রেজওয়ান শাহিদী, হাসপাতালের ব্যবস্থাপক (প্রশাসন) মো. রুকনুন চৌধুরী, বিএনএসবির সদস্য রিয়াজ হোসেন, রোগী কল্যাণ সমিতির যুগ্ন সম্পাদক আলহাজ্ব জিয়াউদ্দিন খালেদ চৌধুরী, কার্য নির্বাহী পরিষদের সদস্য জাহাঙ্গীর মোস্তফাসহ সমিতির কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
সভায় চট্টগ্রাম চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস এবং চিকিৎসাসেবার প্রয়োজনীয় দিকগুলো তুলে ধরে ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেন বলেন,ছোট্ট পরিষদের হাসপাতালের পথ চলা শুরু হলেও বর্তমানে সবার সহযোগিতায় আন্তির্জাতিক মানের প্রতিষ্ঠানে রূপ দিতে সক্ষম হয়েছি। আন্তর্জাতিক চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেন বলেন, মানসম্পন্ন চক্ষু সেবা প্রদান, প্রশিক্ষিত মানবসম্পদ উন্নয়ন ও একটি উৎকৃষ্ট চক্ষু চিকিৎসা কেন্দ্র পরিণত করাই হচ্ছে আমাদের অন্যতম লক্ষ্য। তিনি বলেন, বিগত তিন যুগেরও উপরে নগর থেকে গ্রামঞ্চলে মানসম্মত উন্নত চক্ষু চিকিৎসা সেবার পরিধি বৃদ্ধিতে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রধান অতিথি সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (উপ-সচিব) কাজী নাজীমুল ইসলাম মানবসেবায় রোগী কন্যাণ সমিতিকে ধন্যবাদ জানিয়ে বলেন, যার মাঝে মানবতাবোধ আছে সেই মানবসেবায় এগিয়ে আসে। সামাজিক জীবন সুস্থ-সুন্দর হওয়ার জন্য মানবতাবোধের কোন বিকল্প নেই। মানবতা এক মহৎ এবং পূণ্যের কাজ।তিনি বলেন, স্বচ্ছল ব্যক্তিবর্গ নয়, প্রকৃতপক্ষে যারা দুস্থ, অস্বসচ্ছল তাদের পাশে দাঁড়াতে সমিতির সকল সদস্যদের আহবান জানান। কাজী নাজীমুল ইসলাম অধ্যাপক ডা. রবিউল হোসেনকে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্তের উদহারণ দিয়ে বলেন, অধ্যাপক ডা. রবিউল হোসেন সারাজীবন মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন। তিনি নিজেই একটি প্রতিষ্ঠান। শ্রম মেধা, অর্থ সব কিছি দিয়ে তিনি এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। যার ফলে আজ হাজার হাজার রোগী এ হাসপাতালে এসে চিকিৎসাসেবা পাচ্ছে। তিনি রবিউল হোসেনকে মানবতার সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আখ্যা দেন। এছাড়া সভায় কর্যাণ তহবিল বাড়ানো, যাকাত ফাউন্ড সংগ্রহসহ বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়। এরপর প্রধান অতিথি কাজী নাজীমুল ইসলাম অধ্যাপক ডা. রবিউল হোসেনকে সাথে নিয়ে ফিতা কেটে হাসপাতালে রোগী কল্যাণ সমতিরি নতুন ভবন উদ্বোধন করেন।