আগরতলায় বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার পর ঢাকাসহ প্রায় সারা দেশেই প্রতিবাদ ও বিক্ষোভ চলছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে আটক ও তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে ভারত।
এর মধ্যেই বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার জন্য ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব।
গত বুধবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে জানা যায়, ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি আলোচনার জন্য আগামী সপ্তাহে বাংলাদেশ সফর করবেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সিনিয়র কোনো ভারতীয় কর্মকর্তার এটিই প্রথম ঢাকা সফর হতে চলেছে।
যদিও কোনো দেশই এই সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে বিক্রম আগামী ১০ ডিসেম্বর পররাষ্ট্র দপ্তরের বার্ষিক আলোচনার জন্য আসতে পারেন।
ঢাকা ও দিল্লিতে বিক্রমের সফরের প্রস্তুতির বিষয়ে অবগত ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে একথা জানিয়েছেন।
আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা-ভাঙচুর এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার দায়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে তলব করে কড়া প্রতিবাদ জানায়।
হিন্দুস্তান টাইমস বলছে, গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অবসরে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে ভারতীয় পররাষ্ট্র সচিবের ঢাকা সফরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে বিষয়টি সম্পর্কে অবগত লোকেরা জানিয়েছে।