পুলিশ নিষ্ক্রিয় থাকলে মানুষ ঘুমাতে পারে না: ডিএমপি কমিশনার

45

বলেছেন, পুলিশ নিষ্ক্রিয় থাকলে চোর-ডাকাতের আতঙ্কে মানুষ যে ঘুমাতে পারে না, বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

Advertisement
spot_img

আজ মঙ্গলবার সকালে মোহাম্মদপুরের রিং রোডে সূচনা কমিউনিটি সেন্টারে পুলিশ, ছাত্র-জনতা ও মোহাম্মদপুর থানা এলাকার বাসিন্দাদের সমন্বয়ে আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মোহাম্মদপুরের চাঁদাবাজরা মোহাম্মদপুরেরই বাসিন্দা। তাই নিজের প্রতিবেশী খারাপ মানুষটিকে প্রতিহত করতে হবে। ফুটপাতের চাঁদাবাজ চক্রের ওপর নজরদারি চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, নাগরিকদের জন্য অটোরিকশার প্রয়োজন আছে। তবে অটোরিকশার সংখ্যা যাতে আর বৃদ্ধি না পায় সে ব্যপারে সতর্ক থাকতে হবে। স্বল্প দূরত্বে অটোরিকশা নয়, হেঁটে চলাচলের অভ্যাস গড়ে তুলতে হবে।

রাজনৈতিক নেতাদের উদ্দেশে তিনি বলেন, মিছিল-মিটিং খোলা রাস্তার পরিবর্তে কোনো নির্দিষ্ট এলাকায় করলে জনদুর্ভোগ কিছুটা লাঘব হবে। রাস্তা অবরোধের চর্চা থেকে ধীরে ধীরে বের হয়ে আসতে হবে।

সভায় স্বাগত বক্তব্য রাখেন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ রুহুল কবীর খান। সভায় অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ইসরাইল হাওলাদার, অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান, অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মাসুদ করিম, র‌্যাব-২ এর অধিনায়ক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।

Advertisement
spot_img