চারুকলা একটি জাতির সংস্কৃতি, ঐতিহ্য এবং সৃজনশীলতার প্রতিচ্ছবি। রবিবার (১ ডিসেম্বর, ২০২৪) বিকাল ৪:০০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে শিল্পী রশিদ চৌধুরী আর্ট গ্যালারীতে আয়োজিত আলোচনা সভা, পুরষ্কার বিতরণ, মর্তুজা বশীর স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠান ও ‘বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৩’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার একথা বলেন।
চবি উপাচার্য বলেন, এ প্রদর্শনী আমাদের মেধাবী ছাত্র-ছাত্রীদের সৃজনশীলতা ও শিল্প-সংস্কৃতির প্রতি তাদের গভীর অনুরাগের দৃষ্টান্ত। তাদের শিল্পকর্মে ফুটে উঠেছে সমাজ, প্রকৃতি এবং জীবনবোধের নানা দিক, যা আমাদের প্রত্যেককে অনুপ্রাণিত করে। চবি উপাচার্য আরও বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউট দীর্ঘদিন ধরে এ অঞ্চলের শিল্প-সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও দক্ষতা দিয়ে দেশ—বিদেশে আমাদের গৌরব বাড়িয়েছে। তিনি বলেন, ‘আজকের প্রদর্শনী শুধুমাত্র শিল্পকর্মের প্রদর্শনী নয়; এটি একটি মেলবন্ধন, যেখানে শিল্প ও সংস্কৃতির মাধ্যমে একে অপরের সাথে সংযোগ স্থাপন করবে। এ ধরনের আয়োজন আমাদের তরুণ প্রজন্মকে আরও বেশি অনুপ্রাণিত করবে এবং নতুন দৃষ্টিভঙ্গি অর্জনে সহায়ক হবে। অনুষ্ঠানে তিনি ‘বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৩’ এ বিভিন্ন ক্যাটাগরীতে পুরষ্কারপ্রাপ্তদের মধ্যে সনদ ও সন্মাননা ক্রেস্ট বিতরণ করেন।
বিশেষ অতিথি চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ ইকবাল শাহীন খান বলেন, আর্ট সমাজ পরিবর্তনের হাতিয়ার। চবি চারুকলা ইনস্টিটিউট আমাদের শিল্প—সংস্কৃতির বিকাশে যে অনন্য অবদান রেখে চলেছে, তা সত্যিই প্রশংসার যোগ্য। শিল্পকলার মাধ্যমে আমরা আমাদের ভাবনা, অনুভূতি এবং সমাজের বাস্তবতাগুলো তুলে ধরতে পারি। তিনি বলেন, ‘এই প্রদর্শনী শুধু শিল্পকর্ম প্রদর্শনের একটি ক্ষেত্র নয়, এটি একটি মঞ্চ যেখানে সৃষ্টিশীলতার মাধ্যমে নতুন চিন্তার উদ্ভব হয়। এ প্রদশনীর্র আমাদের শিক্ষার্থীরা তাদের প্রতিভার সর্বোচ্চ বিকাশ ঘটিয়ে বাংলাদেশের শিল্প-সংস্কৃতির নতুন দিগন্ত উন্মোচনে ভূমিকা রাখবে এটাই প্রত্যাশিত।
চবি চারুকলা ইনস্টিটিউটের পরিচালক জনাব উত্তম কুমার বড়ুয়ার সভাপতিত্বে এবং ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক জনাব তাসলিমা আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের প্রফেসর জনাব জাহেদ আলী চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে ‘মর্তুজা বশীর’ স্মৃতি বৃত্তি প্রদান করেন জনাব মনিজা বশীর।
উল্লেখ্য, ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর ২০২৪ প্রতিদিন বেলা ১১:০০ টা থেকে সন্ধ্যা ৭:৩০ টা পর্যন্ত সবার জন্য উক্ত প্রদশনী উন্মুক্ত থাকবে। আগামী ৩ ডিসেম্বর শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও আগামী ৪ ও ৫ ডিসেম্বর ২০২৪ অনুষ্ঠিত হবে সেমিনার।