অপূর্বা তে অপূর্ণতা -কোহিনূর আক্তার

63
অপূর্বা তে অপূর্ণতা
—————————-–কোহিনূর আক্তার
——————————————-
অপূর্বা তুমি বলেছিলে চাঁদ কে ভালবাস!
কি হলো কথা বলছো না কেনো ?
ভালবাসা কি তা জানি না
তবে তাকে ভালোলাগতো
এই ভালোলাগা ভালোবাসা নয় তো ?
জানিনা পূর্ণতা,
তবে মনে হতো ওর এলোমেলো জীবন টা
গুছিয়ে দেয়া আমার একটা দ্বায়িত্ব মনে হতো।
যাকে ভালবাস না তার দ্বায়িত্ব তুমি কোনো নিবে
বুঝলাম না ।
অনেক কিছুই বোঝানো সম্ভব নয় পূর্ণতা
কখন কে কার ভাবনা হয়ে যায় , তা নিজ আত্মার
বোঝার ক্ষমতা নেই।
সে তো নারীদের নীল দেবতা
জানি আর বুঝতেও পারি
তাহলে ছেড়ে দাও তাকে
ছেড়ে দেওয়া আর দূরে যাওয়া এক নয় পূর্ণতা
তবে সে অনেক বড় ভুল করেছে
তোমার মতো মানুষকে
সে চিনতে পারেনি ! তোমাকে পাওয়ার পর নারী মদ জুয়া সব নেশা তার বাদ দেওয়া উচিত ছিল । তুমি তো একটা সুখের পৃথিবী , তোমার পৃথিবীর চেয়েও যে অন্য পৃথিবী খোঁজে সে তো সুখ চিনে না অপূর্বা।
তার কাছে আমার সুখ বদ্ধ মনে হয়
তাই সে বে খেয়ালি, সুখের নামতা অজানা।
আচ্ছা অপূর্বা নীল দেবী আর নীল দেবতাকে ঘরে ফেরানো যায় ? কখনও দেখেছো তারা ঘর সংসার করতে পারছে ? তারা অনেকের সাথে মিশতে মিশতে
আসল মানুষ টাকে চিনতে পারে না । কারন প্রেম ভালবাসা চেনার মতো সময় আর গভীর মনটাই তো নেই তাদের অপূর্বা
তবুও তো চেষ্টা করতে হয় পূর্ণতা
যদি মন বোঝে এই জগত বোঝে ।
হা হা হা যে তোমার ভাষা বুঝতে পারে না সে বুঝবে জগত।
এসব বাদ দাও শুনতে ভালো লাগছে না
অপূর্বা সম্পর্ক কি জানো ?
সম্পর্ক আকাশের মতো , বেশী দিন দূরত্ব হলে আকাশের মতো ভাসতে ভাসতে দৃষ্টির দিগন্তের সীমানা
পার হয়ে গেলে তা আর ফিরে আসে না ।
তাই যাই হোক সম্পর্কের মানুষ সরি বলে জোর করে কাছাকাছি থাকা উচিত। তাহলে পৃথিবীরও শক্তি নেই দু জনকে আলাদা রাখতে পারে ।
শোন অপূর্বা ভালো একটা মানুষ জীবনে গুছিয়ে ফেল
যে তোমাকে বুঝতে পারবে যে জোর করে তোমার জীবনের দখলদার হতে চাইবে । যারা জোর করে জীবনে আসতে চায় তাদের মাঝে মিথ্যা নেই, তারা কোনো সম্পদের স্বার্থে আসে না । তারা মনের মানুষের জন্য পিপাসিত হয় বলেই মরিয়া হয়ে যায় ।
তখন তাকে অপমান না করে সব ভুলে কাছে নিয়ে সন্মান করতে হয় ,সেও তো জীবন্ত মানুষ অপূর্বা । আমি তোমার গোপন ডাইরি হলেও তোমাকে আমিও চিনতে পারি না। কার বোঝার ক্ষমতা আছে ।
পাথর হলেও তো দৃশ্য মান, পূর্ণতা
আর আমি তো মানুষ,আমাকে বুঝতে না পারলে
আমার ভালবাসার স্তম্ভিত পাহারটাই উঠবে কি
করে । যে ফুলের সুবাস নেই, সে ফুলের সৌন্দর্যের
কমতি নেই। আর যে অন্তর ফুলের সুবাস বোঝে না
তাকে ফুলের জাত বোঝাবে কি করে ।
আমি নদী আমার জলে যে তরী ভাসাবে সে বহতা
ঢেউয়ের সুখের স্নান করে অমৃত অম্লান আদরে
জীবন্ত অনূদিত এর আলোকিত হবে ।
সত্যি বলছি এ আমার পৃথিবী সাক্ষী অপূর্ণতা।
তাহলে পড়ন্ত কে জীবন নাটাই করলে না কেনো ?
পড়ন্ত আকাশে মেঘের অনেক বাতাস ছিল
তাই তার নাটাই ছেড়ে দিয়েছি যাতে অন্য কেউ
সে নাটাই বস করতে পারে ।
তাহলে সন্ধ্যার স্নানের পবিত্রতা বুঝতে পেরেছো অপূর্বা
হুম
তাহলে তুমি এই জগতে রূপ রঙ খোঁজ কেনে ?
মানুষ তাই,জীবন তত্ত্বের সমৃদ্ধ হলেও তো শরীর
চায় সঙ্গী । একটু আদর একটু ভালবাসার
পরমতার অমৃত স্নিগ্ধ সরল জিকির, এই তো
এক জীবনের অধিকার নিশ্চিত করার আইন তাই
না অপূর্ণতা ?
সে আইনে পেতে কোনো
আদালতে যেতে আমি বড্ড অপরিচিত সংস্কারে
মাখা বুঝলে অপূর্ণতা ,যেমন আত্মা আর শরীর
এক জায়গাতে থাকলেও আত্মা চায় শরীরের।
অভিন্ন মোহিত সাদ আর শরীর চায় তারই পূর্ণতার
তৃপ্ততা। কি অপূর্ব প্রাপ্তি তাই না পূর্ণতা ?
তোমার ফুল তো শুকিয়ে যাচ্ছে, স্বাধীনতার আবেদন
গ্রহন করেছো তার ।
ফুলের সময় সীমা অজানা নেই তার
স্পর্শের অনুভব তীক্ষ্ণ আলো কে নিশি বানায়।
তা অজানা অধির নয় ।
আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে সাক্ষী করো তাতেও আমি তোমাকে চেনার চিরকালের অপূর্ণতার অপূর্ণতা রয়ে গেলাম অপূর্বা। জীবন সংস্কারের অপূর্ণতা।
Advertisement
spot_img