‘দূষণে বিপজ্জনক ঢাকার বাতাস’

56

রোববার প্রায় বিপজ্জনক অবস্থায় পৌঁছেছিল ঢাকার বাতাস। ওইদিন সকাল ৯টা ৩৬ মিনিটে ৩০০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসে রাজধানী শহরটি, বায়ুমানের দিক থেকে যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে ধরা হয়।

Advertisement
spot_img

তবে একদিন পর সোমবার ‘বিপজ্জনক’ হয়ে উঠেছে নগরীর বাতাস।

সোমবার সকাল ১০টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকে দেখা গেছে, ঢাকার স্কোর ৩২০। তবে অবস্থানের দিক থেকে তৃতীয়।

তালিকায় এখন শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ৪৬৩। দ্বিতীয় স্থানে রয়েছে বসনিয়া হারজেগোভিনার সারাজেভো। শহরটির স্কোর ৩৩৬, যা ‘বিপজ্জনক’ বলে ধরা হয়।

সকাল ১০টার সূচকে চতুর্থ স্থানে দেখা গেছে পাকিস্তানের লাহোর, শহরটির স্কোর ২৪২; পঞ্চম স্থানে ভারতের কলকাতা, স্কোর ১৮৯।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার প্রতিদিনই বায়ুদূষণের তালিকা প্রকাশ করে। একিউআই স্কোরের মাধ্যমে এর মান পর্যবেক্ষণ করা হয়।

Advertisement
spot_img