নতুন বিতর্কে বুবলী

49

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও আলোচনায় থাকেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। জুয়ার বিজ্ঞাপনে কাজ করে নতুন করে বিতর্কে জড়িয়েছেন।

Advertisement
spot_img

এর আগে জুয়ার বিজ্ঞাপনের প্রচারে জয়া আহসান, পরীমণি, নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, মাহিয়া মাহির মতো তারকাদের দেখা গেছে। এবার তাদেরই দলে নাম লেখালেন বুবলী। অনলাইন জুয়া কোম্পানির শুভেচ্ছাদূত হয়েছেন এই নায়িকা।

প্রতিষ্ঠানটির জুয়ার অ্যাপের প্রচারমূলক ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন তিনি। যেখানে বুবলীকে বলতে শোনা যায়, ‘আমি বুবলী। তোমরা সবাই কি তৈরি আছো? অনলাইন স্পোর্টস এবং ক্রিকেট অভিজ্ঞতাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য। শুধু একটি আঙুলের ছোঁয়ায়। সুযোগ হাতছাড়া করো না। জেতার আনন্দ উপভোগ করো, নিরাপত্তার স্বার্থে। যেখানে খেলা শুধু জেতার জন্য।’

প্রথমবারের মতো জুয়া কোম্পানির শুভেচ্ছাদূত হওয়ায় ভক্তদেরও সমালোচনার মুখে পড়েছেন এই নায়িকা। কেউ আক্ষেপ প্রকাশ করে লিখেছেন, টাকার জন্য শেষমেশ বুবলীও অসৎ কর্মকাণ্ডের প্রচার শুরু করল।

কারও কারও মন্তব্য, নিজ ভক্তদেরও জুয়াতে উৎসাহিত করলেন অভিনেত্রী। যদিও বুবলী ভক্তদের মন্তব্যের বিপরীতে কোনো জবাব দেননি। বর্তমানে একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন কক্সবাজারে।

Advertisement
spot_img