চট্টগ্রাম বৌদ্ধ বিহারে আকাশ প্রদীপ প্রজ্জ্বলন

189

নগরের নন্দনকাননস্থ চট্টগ্রাম বৌদ্ধ বিহারে একটি আকাশ প্রদীপ প্রজ্বলন করা হয়েছে।শনিবার রাতে মহান ভিক্ষু সংঘ এবং কয়েকশত উপাসক উপাসিকাদের উপস্থিতিতে বিহারের উপাধ্যাক্ষ অধ্যাপক ডক্টর জিনবোধি মহাথের এর সভাপতিত্বে আকাশ প্রদীপ প্রজ্বলন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি এবং উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশী বৌদ্ধদের উপ সংঘরাজ ধর্মপ্রিয় মহাস্থবির।
শুরুতে পঞ্চাশীল প্রার্থনা এবং ভিক্ষুসংঘ সূত্র পাঠের মাধ্যমে এই প্রদীপ উদ্বোধন করা হয় ।
এই সময় ভিক্ষু সংঘের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বিহারের আবাসিক প্রধান ভদন্ত প্রিয়রত্ন মহাস্থবির, প্রজ্ঞাপাল মহাস্থবির, শুদ্ধানন্দ মহাস্থবির, ড. সুমনপ্রিয় মহাস্থবির, সুমন রক্ষিত মহাস্থবির, প্রজ্ঞাতিলক থের, বিজয়ানন্দ থের, আনন্দবোধি থের, নন্দবোধি থের প্রমুখ।
বক্তব্যে উপ-সংঘরাজ বলেন, অশান্ত বিশ্বে শান্তি বিরাজ করুক আর একে অপরের প্রতি মৈত্রীভাব পোষণ করলে মানুষ শান্তিতে জীবন ধারণ করতে সক্ষম। সর্বপ্রকার দুঃখ থেকে মুক্তি লাভ করুক মানব জাতি সহ সারা পৃথিবীর প্রতিটি প্রাণী।
সভাপতির বক্তব্যে একুশে পদকে ভূষিত অধ্যাপক ডক্টর জিনবোধি মহাথের বলেন, বৌদ্ধরা প্রবারণা পূর্ণিমাতে যেমন চুলামনি চৈত্যের উদ্দেশ্যে প্রদীপ বা ফানুস উত্তোলন করেন তেমননি একই উদ্দেশ্যে কার্তিক পূর্ণিমা থেকে অগ্রহায়ণ পূর্ণিমা এক মাস ব্যাপী অনেক বৌদ্ধরা অধিষ্ঠানের মাধ্যমে ল্যাম্প, অখণ্ড প্রদীপ বা হারিকেন প্রদীপ জ্বালিয়ে পূজা বন্দনা করে থাকেন। সেইরূপ আজকে এই সাংঘিক বৌদ্ধ বিহারে আকাশ প্রদীপটি একমাসের জন্য প্রজ্বলন উদ্বোধন করা হলো। সবশেষে জগতের সকল প্রাণীর মঙ্গল কামনা করে সমবেত প্রার্থনা করা হয়।

Advertisement
spot_img
Advertisement
spot_img