শিক্ষা, সাংস্কৃতিক ও খেলাধুলা আয়োজনের মাধ্যমে সমাজকে আদর্শ ও সোনালী সমাজ গড়তে হবে। সুস্থ সাংস্কৃতিক পরিবেশনে সকলের ভূমিকা অপরিহার্য। এই খেলাধুলার মধ্যে একে অপরের সাথে বন্ধু সুলভ আচরণ করে আজকের আয়োজনকে ফুটিয়ে তুলতে হবে। গণ-অভ্যুত্থানের পর দেশ ও সমাজ থেকে অপরাধী যেমন পালিয়েছে ঠিক তেমনি অপরাধকেও থাকতে দেওয়া হবেনা। মাদক সন্ত্রাস সহ সমস্ত অপরাধের বিরুদ্ধে স্বোচ্ছার থেকে এর প্রতিরোধ করতে হবে সবসময়। সাতকানিয়ায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে এসব কথা বলেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাবিদ ও এওচিয়া জামায়াতে ইসলামীর নেতা মাওলানা মুহাম্মদ জাকারিয়া। সাতকানিয়া এওচিয়া ইউপির চনখোলা প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাবিদ ও জামায়াতে ইসলামীর নেতা মাওলানা মুহাম্মদ জাকারিয়া। ১৫ নভেম্বর রাত ৮ টায় ছনখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত খেলায় এওচিয়া ১নং ওয়ার্ড সভাপতি আক্কাস উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এওচিয়া ইউপি জামায়াতে ইসলামীর সহ-সভাপতি মুহাম্মদ জাকারিয়া, ১নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর নুর মোহাম্মদ তোহা, ওয়ার্ড সেক্রটারি এডভোকেট নজরুল এর পরিচলনায় উপস্থিতি ছিলেন সোহেল মুন্সি সোহেল প্রমূখ। চেয়ারম্যান বাড়ি স্পোর্টিং ক্লাব বনাম ডাইনামিক এফ সি তাদের মধ্যে ডাইনামিক এফ সি ১ -০ গোলে জয়ী হলে ম্যান অফ দ্যা ম্যাচ পান ইমতিয়াজ ১০। অপরদিকে পশ্চিম পাড়া তরুণ ঐক্য পরিষদ ফুটবল ক্লাব বনাম মিনিবার ওয়ারিয়র্স তাদের মধ্যে মিনিবার ওয়ারিয়র্স ২-০ গোলে জয়ী ম্যান অফ দ্যা ম্যাচ পান আনোয়ার ১০।