রাইসা-রিসার চক্রে ঘুরছে তৌহিদ আফ্রিদির বিয়ে কাণ্ড

95

সম্প্রতি আলোচিত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিয়ে নিয়ে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। গনমাধ্যমের খবর অনুয়ায়ী,রাইসা নামের এক তরুণীকে বিয়ে করেছেন তিনি। তবে শুক্রবার তৌহিদ আফ্রিদির বউ বিভ্রাট দেখা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানা গেছে, তার বউ রাইসা নন, রিসাকে বিয়ে করেছেন তিনি। সম্পর্কে রাইসা আর রিসা যমজ বোন।

Advertisement
spot_img

আফ্রিদি ও রিসার একটি ফটোকার্ড মাইটিভির ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে, এই প্রতিষ্ঠানের পরিচালক পদে আছেন তৌহিদ আফ্রিদি। আফ্রিদির বিয়ের এই নিউজ ফটোকার্ড ফেসবুকে শেয়ার দিয়ে রাইসা আল রোজা ফেসবুকে লিখেছেন, সে আমার যমজ বোন (রামিসা আল রিসা), আমি নই, আমি বিবাহিত।

এদিকে ফেসবুকের কমেন্ট বক্সেও অনেকেই জানিয়েছেন রাইসা নন, রিসাকে বিয়ে করেছেন আফ্রিদি। একজন লিখেছেন, টিকটকে ঢুকতে পারছি না মানুষের জ্বালায়, সবাই গোলমাল করে ফেলছে। কিন্তু আমি অনেক জায়গায় বারবার কমেন্ট করেছি যে এটা রাইসা আল রোজা না, রামিসা আল রিসা। এরপরও সবাই রিসাকে রাইসা বানাইয়া ফেলছে।

আলোচিত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিয়ের খবর চাউর হলেও কেউই তা নিশ্চিত করতে পারছিলেন না। বৃহস্পতিবার আফ্রিদির ঘনিষ্ঠ এক বন্ধুও গণমাধ্যমকে আফ্রিদির কাবিনের বিষয়টি নিশ্চিত করেন।

শুক্রবার দুপুরে রাইসা আল রোজা গণমাধ্যমকে বলেন, আমি রাইসা আল রোজা, আমার ছোট বোন রামিসা আল রিসা। আমরা দুজন যমজ। সবাই আমার বিয়ের খবর দিচ্ছে, কিন্তু আমার বিয়ে হয়েছে গত বছর। তাই ফেসবুকে বিষয়টি পরিষ্কার করেছি আমি।তৌহিদ আফ্রিদির সঙ্গে রিসার বিয়ে কবে, কখন হয়েছে, এ বিষয়ে জানতে চাইলে, বিষয়টি এড়িয়ে যান তিনি।

দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে এখন তেমন একটা সামাজিক যোগাযোগমাধ্যমে সরব দেখা যায় না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনা সরকারের পক্ষে কাজ করার গুঞ্জন এখনো রয়েছে তাকে নিয়ে। এর মধ্যে আলোচনায় তার বিয়ের খবর।

Advertisement
spot_img