বিআরটিএ-চট্টগ্রামের পক্ষ থেকে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিমূলক “রোড শো” সম্পন্ন

53

ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যে বিগত ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিআরটিএ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সড়ক ও জনপদ অধিদপ্তর, বিআরটিসি, নিরাপদ সড়ক চাই-এর নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন-এর নেতৃবৃন্দ, বিএনসিসি, জেলা রোভার স্কাউট, পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে ২২ অক্টোবর হতে গতকাল ১২ নভেম্বর পর্যন্ত চট্টগ্রাম জেলা ও মহানগরের মোট ০৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, ও অভিভাবকদের সমন্বয়ে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন করা হয়।এ ছাড়াও চট্টগ্রাম মহানগরের ০৮টি গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক নিরাপত্তা ও সড়ক শৃঙ্খলা রক্ষার্থে “রোড শো” সম্পন্ন করা হয় বিআরটিএ ।প্রতিটি রোড শো-তে সড়ক নিরাপত্তা ও সড়ক শৃঙ্খলাকে অগ্রাধিকার দিয়ে চালক, মালিক, যাত্রী, পথচারী ও অভিভাবকদেরকে ভিন্ন-ভিন্ন লিফলেট বিতরণ করা হয়।সড়কে চলাচল কারী যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো ৮ দিনব্যাপী চট্টগ্রাম মহানগর জুড়ে সড়ক নিরাপত্তা সংক্রান্ত মাইকিং করা হয় ।
প্রত্যেকটি কর্মসূচিতে বিআরটিএ’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ মাসুদ আলম , উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) সৈয়দ আইনুল হুদা চৌধুরী,সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হানা আক্তার উর্থি।

Advertisement
spot_img

Advertisement
spot_img