ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যে বিগত ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিআরটিএ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সড়ক ও জনপদ অধিদপ্তর, বিআরটিসি, নিরাপদ সড়ক চাই-এর নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন-এর নেতৃবৃন্দ, বিএনসিসি, জেলা রোভার স্কাউট, পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে ২২ অক্টোবর হতে গতকাল ১২ নভেম্বর পর্যন্ত চট্টগ্রাম জেলা ও মহানগরের মোট ০৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, ও অভিভাবকদের সমন্বয়ে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন করা হয়।এ ছাড়াও চট্টগ্রাম মহানগরের ০৮টি গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক নিরাপত্তা ও সড়ক শৃঙ্খলা রক্ষার্থে “রোড শো” সম্পন্ন করা হয় বিআরটিএ ।প্রতিটি রোড শো-তে সড়ক নিরাপত্তা ও সড়ক শৃঙ্খলাকে অগ্রাধিকার দিয়ে চালক, মালিক, যাত্রী, পথচারী ও অভিভাবকদেরকে ভিন্ন-ভিন্ন লিফলেট বিতরণ করা হয়।সড়কে চলাচল কারী যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো ৮ দিনব্যাপী চট্টগ্রাম মহানগর জুড়ে সড়ক নিরাপত্তা সংক্রান্ত মাইকিং করা হয় ।
প্রত্যেকটি কর্মসূচিতে বিআরটিএ’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ মাসুদ আলম , উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) সৈয়দ আইনুল হুদা চৌধুরী,সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হানা আক্তার উর্থি।