প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হচ্ছেন খোদাবক্স চৌধুরী

28

পুলিশের সাবেক মহাপরিদর্শক খোদাবক্স চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Advertisement
spot_img

রোববার (১০ নভেম্বর) এ তথ্য জানা যায়।

জানা যায়, দেশে চাঞ্চল্যকর ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা দুই মামলার অন্যতম আসামি ছিলেন পুলিশের সাবেক আইজিপি খোদাবক্স চৌধুরী।

চট্টগ্রামের সন্তান মোহাম্মদ খোদাবক্স চৌধুরী ২০০৬ সালের নভেম্বরে পুলিশের মহাপরিদর্শক হন। পরের বছর তিনি অবসর নেন। ঢাকায় শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা মামলায় ২০১৮ সালের অক্টোবরে সাবেক এই পুলিশপ্রধানসহ ৩৮ জন কারাগারে পাঠানো হয়।
২০০৮ সালের জুন থেকে পরবর্তী দুই বছর খোদাবক্স আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের সিনিয়র পুলিশ উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সাবেক এই পুলিশপ্রধান। পরবর্তীতে ১৯৭৯ সালে তিনি পুলিশে যোগ দেন।

২০০৬ সালে খোদাবক্স অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির প্রধান হন। ওই বছরের অক্টোবরে তিনি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক (ডিজি) এবং পরবর্তীতে পুলিশের মহাপরিদর্শক হন। ২০০৯ সালের জুলাইয়ে তিনি স্বেচ্ছায় অবসরে যান। সাবেক এই পুলিশ প্রধান একসময় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন।

Advertisement
spot_img