নতুন উপদেষ্টা পরিষদে ডাক পেলেন যারা

45

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। উপদেষ্টা পরিষদে নতুন যাঁরা যুক্ত হচ্ছেন, তাঁদের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। তাঁরা হলেন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সারোয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, সাবেক আইজিপি খোদাবক্স চৌধুরী, আকিজ-বশির গ্রুপের এমডি শেখ বশির উদ্দিন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. সাইদুর রহমান।

Advertisement
spot_img

আজ রোববার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ হওয়ার কথা রয়েছে। এদের মধ্যে দুইজন উপদেষ্টা আজ শপথ নেবেন না বলে জানা গছে। এর মধ্যে অসুস্থতা জনিত কারণে আজ রোববার শপথ নিচ্ছেন না খোদাবক্স চৌধুরী।

নতুন উপদেষ্টামণ্ডলীতে যুক্ত হচ্ছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হচ্ছেন।

বাণিজ্য উপদেষ্টা হচ্ছেন ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক মো. সায়েদুর রহমান। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমও উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছেন।

জানা গেছে, রোববার নতুন উপদেষ্টাদের শপথ অনুষ্ঠান হবে। উপদেষ্টাদের জন্য গাড়ি প্রস্তুত করা হয়েছে। সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ পড়াবেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এই সরকারের সদস্যসংখ্যা এখন ২১। নতুন পাঁচজন যুক্ত হলে সংখ্যা দাঁড়াবে ২৬ এ।

Advertisement
spot_img