জাতীয় প্রতিযোগিতায় ডিবেটার্স অফ চিটাগং ইউনিভার্সিটির (ডিসিইউ) রানারআপ হবার গৌরব অর্জন

56

 

Advertisement
spot_img

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আয়োজিত জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দল ‘ডিবেটার্স অফ চিটাগং ইউনিভার্সিটি’ (ডিসিইউ) রানারআপ হবার গৌরব অর্জন করেছে। বিজয়ীরা আজ (১০ নভেম্বর ২০২৪) বেলা ১১:৩০ টায় ট্রফি নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতারের সাথে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ‘ডিবেটার্স অফ চিটাগং ইউনিভার্সিটি’ (ডিসিইউ) দলের সদস্য মোঃ হাসিব খান, শেখ সাদিয়া সিদ্দিকা ও মোঃ মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন।

মাননীয় উপাচার্য ‘ডিবেটার্স অফ চিটাগং ইউনিভার্সিটি’ (ডিসিইউ) রানারআপ হবার গৌরব অর্জন করায় বিতার্কিকদের অভিনন্দন জানান। তিনি বলেন, বিতর্ক একটি নান্দনিক শিল্প, যা চর্চার মাধ্যমে যৌক্তিক সমধান বেরিয়ে আসে। মাননীয় উপাচার্য বিতার্কিকদের নিয়মিত বিতর্ক চর্চা অব্যহত রাখার পরামর্শ দেন।

উল্লেখ্য, গত ৮ ও ৯ নভেম্বর ২০২৪ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৩০ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দল ‘ডিবেটার্স অফ চিটাগং ইউনিভার্সিটি’ (ডিসিইউ) রানারআপ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করে। ডিসিইউ বিতার্কিক দলের সদস্য মোঃ হাসিব খান প্রতিযোগিতার শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন।

 

Advertisement
spot_img