চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি

106

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ রাজনৈতিক ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে এবং সন্ত্রাসীদের নৃশংস হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতিবাদ ও অবস্থান কর্মসূচী পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ১০ নভেম্বর, ২০২৪, রবিবার বেলা ১২ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে ছাত্রদল নেতৃবৃন্দ ১৫ বছরের বেশি সময় ধরে শিক্ষার্থীদের উপর নির্যাতন চালানো এবং ছাত্র রাজনীতিকে অস্থির করার অভিযোগে ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন। এ ছাড়া, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীদের নৃশংস হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের বিচার নিশ্চিত করার দাবিও জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আলাউদ্দীন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছিন, এবং সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়সহ অন্যান্য নেতাকর্মীরা।
এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আলাউদ্দীন মহসিন বলেন, “বিগত ১৫ বছর ধরে দেশের শিক্ষাঙ্গন ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম ও স্বৈরাচারী শাসনের দ্বারা কলুষিত হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের উপর বর্বর হামলা ও নির্যাতন চালিয়ে শিক্ষা পরিবেশ ধ্বংস করা হয়েছে। এই প্রেক্ষাপটে আমরা সকল অপরাধীদের গ্রেফতার ও বিচার দাবি করছি এবং ছাত্র রাজনীতিকে দূষণমুক্ত করার আহ্বান জানাচ্ছি।”

Advertisement
spot_img

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদী সরকারের মদদে ছাত্রলীগ ক্যাম্পাসে নৃশংসতা চালিয়ে এসেছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমাদের এই প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচীর মাধ্যমে আমরা সচেতনতা তৈরি করতে চাই এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানাই।”
জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল নোমান বলেন, “পতিত আওয়ামীলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আবারো মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে। দেশি বিদেশী ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আমরা ছাত্র-জনতাকে নিয়ে তাদের ষড়যন্ত্র নস্যাৎ করতে প্রস্তুুত আছি। আমরা শহিদের রক্তের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে কোনো মূল্যেই স্বৈরাচারী গণহত্যাকারীদের প্রতিহত করবো।এ দেশে আর যেন কখনো এই স্বৈরাচারি শক্তির উত্থান না হতে পারে আমরা সজাগ আছি। সময়ের ডাকে ছাত্রদল সব সময়ই সাড়া দিবে।

Advertisement
spot_img