মরহুম ছাবেদুল হক মেম্বার সৃতি পরিষদের উদ্যোগে ৭ নভেম্বর পালিত

183

মরহুম ছাবেদুল হক মেম্বার সৃতি পরিষদের উদ্যোগে পূর্ব বাকলিয়ায় ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজিজুল হক মাসুম এর সভাপতিত্বে ও মাহবুব সিদ্দিকীর সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহসভাপতি,নগর আহবায়ক কমিটির সদস্য
অধ্যাপক নুরুল আলম রাজু,
প্রধান বক্তা নগর বিএনপি নেতা জনাব আলী ইউসুফ,বিএনপি নেতা এডভোকেট সৈয়দ আহমেদ শিকদার, বিএনপি নেতা রৌশনগির আমিন, মোহাম্মদ সেলিম,বাকলিয়া থানা মহিলা দলের সভানেত্রী রেজিয়া সুলতানা মুন্নী,
সাধারণ সম্পাদিকা কামরুন নেছা,ওয়ার্ড সভানেত্রী মনোয়ারা,মোহাম্মদ আব্বাস আলী,
মোহাম্মদ সেলিম,আবুল কালাম আবু,
মোহাম্মদ আলম,বাবু আলম,লিয়াকত আলী,কোহিনুর বেগম,আলমগীর, শাহজাহান,রাজ কুমার, মোহাম্মদ সাকের,নুর মুহাম্মদ,নেজাম,আব্দুস সাত্তার, পারভেজ,জুবায়ের, নুরুল আফছার টিপু,মনছুর আলম,খলিলুর রহমান টিপু, জাহাঙ্গীর আলম, রফিক,মোহাম্মদ আইমন,মানিক, কবির আলম,জাবেদ, শফি,প্রমূখ,
প্রধান অতিথি বলেন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ তার সঠিক পথের দিশারি খুঁজে নিয়েছিল,
অনুষ্ঠানের শেষাংশে ডাক্তার শাহাদাত হোসেন মেয়র হওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে মোনাজাত করা হয়,

Advertisement
spot_img
Advertisement
spot_img