বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় টিম (বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ) এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের সাধারণ ছাত্র ছাত্রীদের সাথে মতবিনিময় এবং ৩১ দফা ও ধানের শীষের শুভেচ্ছা স্মারক এবং ছাত্রদলের অতীত ইতিহাস ঐতিহ্য সম্বলিত বই বিতরণ করে।
এসময় কেন্দ্রীয় সংসদ এর সহ সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহামেদ, চমেক ছাত্রদলের আহবায়ক সাদ্দাম হোসেন, যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন সহ শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক স্বাস্থ্য সম্পাদক ডা: সরোয়ার আলম, সাবেক ছাত্রদল নেতা আসিফ-উদ্-দৌল্লা, সামিউল করিম,সাবেক মেডিকেল ছাত্রদল নেতা এবং মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মেহেদী হাসান,যশোর মেডিকেল ছাত্রদলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন, হারুনুর রশিদ, রেজাউল করিম রিজবী সহ শতাধিক শিক্ষার্থী ।