ঐতিহাসিক ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর প্রতি ঐতিহাসিক বিপ্লব উদ্যানে চট্টগ্রাম মহানগর তাঁতীদল এর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর তাঁতীদল এর সংগ্রামী আহ্বায়ক সেলিম হাফেজ সদস্য সচিব মনিরুজ্জামান মুরাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর হোসেন রমজান যুগ্ম আহ্বায়ক আইয়ুব খান ,যুগ্ম আহ্বায়ক আবদুল মালেক, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, যুগ্ম আহ্বায়ক মামুন, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ ,যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন জনি ,যুগ্ম আহ্বায়ক সাঈদুল সহ বিভিন্ন থানা তাঁতীদলের আহ্বায়ক ও সদস্য সচিব সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ওয়ার্ড তাঁতীদল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন,৭ই নভেম্বর জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একটি দিন। সেদিন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে এক নতুন অধ্যায় সূচিত হয়েছিল। সিপাহী জনতা ক্যান্টনমেন্টের বন্দিদশা থেকে শুধুমাত্র বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে মুক্ত করেননি, তারা গোটাজাতিকে মুক্ত করেছিল।