বিপ্লব উদ্যানে জাসাস চট্টগ্রাম উত্তর জেলার পুষ্পার্ঘ্য অর্পণ

111

১৯৭৫ সাল। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি যুগ সন্ধিক্ষণ। এটা যেন পূর্বাপরের এক মেলবন্ধন। দুটি বিপরীত দ্বান্দ্বিক রাজনৈতিক সমীকরণের এক ঐতিহাসিক মোহনা। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা আরও কঠিন; শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর ইতিহাসে এই কঠিন রাজনৈতিক পরীক্ষারই এক অবিস্মরণীয় মুহূর্ত হলো ৭৫ সালের ৭ নভেম্বর। যা বাকশালের নাগপাশে বন্দি ছিল স্বাধীনতা উত্তর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে একটি দিক প্রতীয়মান হবে যে, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা স্বাধীনতা লাভ করি বটে। কিন্তু ’৭৫ সালের ৭ নভেম্বর পর্যন্ত প্রকৃতপক্ষে এদেশের জনগণ স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি। কারণ ৭২-৭৫ পর্যন্ত মানুষ ছিল মৌলিক অধিকার তথা বাকস্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার এমনকি রাজনৈতিক স্বাধীনতা হতে বঞ্চিত।

Advertisement
spot_img

আজ ৭ নভেম্বর ২০২৪ ইং সকাল ১০ টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে “জাসাস” চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল’র নেতৃত্বে চট্টগ্রামের ষোল শহর ২নং গেইটস্থ শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যানে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এই সময় আরও উপস্থিত ছিলেন জাসাস, কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম, মহানগর জাসাস এর সদস্য সচিব মামুনুর রশিদ শিপন, চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক আশ্রাফ উল্লাহ, সিঃ সহ-সভাপতি শাহাদাৎ খন্দকার সহ-সভাপতি আইয়ুব খান চৌধুরী, মির্জা মেসকাত হোসেন চৌধুরী, মোহাম্মদ রাশেদ সাংগঠনিক সম্পাদক জসিমউদদীন তালুকদার, খুরশেদ আলম, নিজাম উদ্দিন নিহাদ শাহাজান হেলাল খান,মোশারফ হোসেন, মোহাম্মদ শাহেদ, মুমিন উল্যাহ, সুমন বাপ্পি ,জামাল আলদীন জেলা ও বিভিন্ন উপজেলা জাসাস এর নেতৃবৃন্দ।

Advertisement
spot_img