নীরবতা,,
@ সেলিনা পারভীন ~
সারাক্ষন কথা বলা
এই মানুষ টাই হঠাৎ
করে যখন চুপ হয়ে যাই
ঠিক তখনি সবাই ভাবে
আচমকা কি হলো
এতো টাই নীরব কেন!!
কথা বেশি বলা এই মানুষ টাই
কিন্তু,খুব বেশি খবর নেয়
সারা টা সময়, সারা টা বেলায়
খুঁজে বেড়ায় শুধু এই মন।
কখন যে কি চায়, যখন তখন
কিন্তু কি অবাক কান্ড
আমি নাকি বড্ড পাগল
হাহাহা,পাগলামি করি বলেই তো
মাঝে মাঝে তোমার খোঁজ না পেয়ে
দিশে হারা হয় এই মন।
কান্না চোখে ছল ছল
তাকিয়ে থাকি নীরবতায় কিছুক্ষন
মৃদু হেসে বলি তুমি আমার
নীরবতার মাঝেই সুবাসিত প্রাণ।