যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ শ্লোগানকে সামনে রেখে গতকাল সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় যুব দিবস ২০২৪ । দিবসটি উপলক্ষে হাটহাজারীতে বর্ণাঢ্য আয়োজন করেন যুব উন্নয়ন । যুব সংগঠনের প্রতিনিধিগন বর্ণাঢ্য শোভাযাত্রা অংশগ্রহণ করেন। আলোচনা সভা, ,সফল যুব সংগঠন, উদ্যোক্তাদের মাঝে সম্মাননা ক্রেষ্ট,সার্টিফিকেট বিতরণ করা হয়।
হাটহাজারীতে যুবদিবসে এ বছর পুরুষ্কার পান জাগৃতির সাবেক যুগ্ম সম্পাদক হাদী মোহাম্মদ জমির উদ্দীন। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাত থেকে এ পুরুস্কার গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ, যুব উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।