চট্টগ্রাম চিড়িয়াখানার নির্বাহী কমিটির সভা আজ ২৯ অক্টোবর চিড়িয়াখানার সভাকক্ষে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) এ. কে. এম. গোলাম মোর্শেদ খান, সুজন চৌধুরী, চীফ এস্টেট কর্মকর্তা, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রাম, উপজেলা নির্বাহী অফিসার অফিসার, সীতাকুন্ড কে. এম. রফিকুল ইসলাম,পরিবেশ অধিদপ্তর ও প্রাণিসম্পদ দপ্তর এর কর্মকর্তাগণ, চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন সার্কেল এর সহকারী কমিশনার (ভূমি)গণসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও চট্টগ্রাম চিড়িয়াখানার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভাশেষে জেলা প্রশাসক চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শন করেন এবং চিড়িয়াখানায় প্রাণীর সংখ্যা বৃদ্ধি, দর্শনার্থীদের জন্য আরও বেশি আনন্দদায়ক করার পাশাপশি চিড়িয়াখানার উন্নয়নে সংশ্লিষ্টদের পরামর্শ প্রদান করেন।