সংবাদ সম্মেলনে পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দ

পরিবহন সেক্টরে নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টি হলে যে কোন সময় গণপরিবহন বন্ধ করে দেয়া হবে

সংবাদ সম্মেলনে পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দ

87

আন্তঃজিলা রুটে চলাচলরত যাত্রবাহী পরিবহনের জন্য টার্মিনাল নির্মাণ, সড়ক দুঘর্টনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, যানযট নিরসন, সড়ক পরিবহন সেক্টরে গণমুখী সংস্কার, রাজনৈতিক পট পরিবর্তন জনিত পরিস্থিতিতে একটি সুযোগ সন্ধানী গ্রুপ কর্তৃক সড়ক পরিবহণ মালিক শ্রমিক নেতৃবৃন্দের বিরুদ্ধে উপযুপরি মামলা দায়ের, সংগঠন কার্যালয়, বাস কোচ ষ্ট্যান্ড দখল ও নেতৃবৃন্দদের শারীরিক নির্যাতনের হুমকি এবং দুর্বৃত্তদের দৌরাত্ব বন্ধ করে স্বাভাবিক যানবাহন চলাচল অব্যাহত রাখার দাবীতে আন্তঃজিলা বাস মালিক সমিতি এবং বাংলাদেশ আন্তঃজিলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এর যৌথ উদ্যোগে এক সংবাদ সম্মেলন আজ ২৮ অক্টোবর সোমবার সকালে বিআরটিসি মার্কেটস্থ আন্তঃজিলা বাস মালিক সমিতির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন,আন্তঃজিলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ¦ কফিল উদ্দিন আহামদ। লিখিত বক্তব্যে তিনি বলেন, ঐতিহ্যবাহী আন্তঃজিলা বাস মালিক সমিতি ও বাংলাদেশ আন্তঃজিলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন মহান মুক্তিযুদ্ধের পূর্ব থেকে সুনামের সাথে সারা দেশে যাত্রী সেবা প্রদান করে আসছে। দেশের জেলা-উপজেলার ৬৪টি রুটে আন্তঃজিলার গাড়ী চলাচল করলেও এখনো পর্যন্ত আন্তঃজিলার জন্য কোন বাস টার্মিনাল নির্মাণ করা হয়নি। ফলে কদমতলী, অলংকার, এ কে খান, দামপাড়া, ষ্টেশন রোড, সিনেমা প্যালেস সহ ২০/২৫টি অস্থায়ী ষ্ট্যান্ড থেকে নিয়মিত গাড়ী চলাচল করছে। এতে নগরীতে যানজট যেমন সৃষ্টি হচ্ছে, তেমনি যাত্রী-পরিবহন শ্রমিকসহ সংশ্লিষ্ট সকলে প্রতিদিন চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছে। বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনের পর একটি চিহ্নিত গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকারের অসৎ উদ্দেশ্যে ইতিমধ্যে কাউন্টারে চাঁদাবাজি করার জন্য চাপ প্রয়োগ, সংগঠনের অফিস দখলের চেষ্টা, পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক মামলা দিয়ে অযথা হয়রানি সহ নানা অপকর্মের সাথে লিপ্ত রয়েছে। তাদের অপতৎপরতার কারণে বর্তমানে পরিবহন সেক্টরের মালিক-শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এ অবস্থায় পরিবহন সেক্টরে যে কোন ধরণের নৈরাজ্য অরাজকতা সৃষ্টির পায়তারা বন্ধ না হলে এবং পরিবহণ মালিক শ্রমিকদের মিথ্যা ও ভিত্তিহীন মামলায় গ্রেফতার করা হলে স্বাভাবিক যানবাহন চলাচল বন্ধ করা ছাড়া আমাদের আর কোন উপায় থাকবে না। তাই পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দ স্বাভাবিক গণপরিবহন চলাচল অব্যাহত রাখার জন্য এ ব্যাপারে পুলিশ প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আন্তঃজিলা বাস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব কফিল উদ্দিন,বাংলাদেশ আন্তঃজিলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমাম শরীফ চৌধুরী মাইজভান্ডারী, শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা বাবু মৃনাল চৌধুরী, মালিক সমিতির সহ সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, মনছুর আনোয়ার, অর্থ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, লাইন সম্পাদক আবুল বশর চৌধুরী, মো: রুহুল আমিন, আহমদ হোসেন ফারুক, এ,এস,এম নুরুল হায়দার মাসুম, আঞ্চলিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ মুছা, সাধারণ সম্পাদক অলি আহাম্মদ, শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আজম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী সহ মালিক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

Advertisement
spot_img

 

Advertisement
spot_img