সরকারের নির্বাচনমুখী কার্যক্রম শুরু : ড. আসিফ নজরুল

46

নির্বাচন কমিশন গঠনে আজ-কালের মধ্যে সার্চ কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

Advertisement
spot_img

মঙ্গলবার (২৯ অক্টোবর) সচিবালয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে আইন উপদেষ্টা গণমাধ্যমকর্মীদের এ কথা জানান।

এসময় নির্বাচন নিয়ে তাদের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি-না জানতে চাইলে ড. আসিফ নজরুল বলেন, নির্বাচন নিয়ে তাদের সঙ্গে কোনো কথা হয়নি। তবে আমাদের সরকারের নির্বাচনমুখী প্রক্রিয়া গ্রহণ করার যে কাজ, সেটা শুরু হয়ে গেছে এতটুকু আপনাদের বলতে পারি।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন গঠন করার জন্য যে সার্চ কমিটি প্রয়োজন, সেই সার্চ কমিটি ইতোমধ্যেই গঠন করা হয়ে গেছে। শুধুমাত্র প্রজ্ঞাপনটা অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্বাক্ষর করে দিলেই আপনারা জানতে পারবেন।

Advertisement
spot_img