রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন সংগঠনের কর্মীরা।
এই বিষয়ে দ্রুত উদ্যোগ নিতে মঙ্গলবার সন্ধ্যা ৭টার মধ্যে আইন উপদেষ্টাকে কর্মসূচিতে আসার দাবি জানানো হয়।
এর আগে বিকেল থেকে ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠনের নেতাকমীরা বঙ্গভবনের রাস্তার সামনে গিয়ে অবস্থান নেয়। রাষ্ট্রপতিকে পদত্যাগের দাবি জানিয়ে এসময় তারা বিক্ষোভ মিছিল করতে থাকে।
এসময় আন্দোলনকারীরা বর্তমান রাষ্ট্রপতিকে ‘আওয়ামী লীগের দোসর’ দাবি করে তাকে পদত্যাগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়।
তারা বলেন, রাষ্ট্রপতি যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করেন তাহলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।
এদিকে, বঙ্গভবনের সামনে রাস্তা অবরোধের আগেই ওই এলাকায় নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। বঙ্গভবনের নিরাপত্তায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
প্রস্তুত রাখা হয়েছে পুলিশ ও সেনাবাহিনীর এপিসি-জলকামান।
এদিকে বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এক সমাবেশে চলতি সপ্তাহের মধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
একই সাথে বিগত তিনটি জাতীয় নির্বাচন বাতিল, ছাত্রলীগ নিষিদ্ধের দাবি জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমাদের দাবি ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি চুপ্পুকে এ সপ্তাহের মধ্যে পদচ্যুত করতে হবে। অভ্যুত্থান ও জুলাই বিপ্লবের স্পিরিটের আলোকে ২৪ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে এ সপ্তাহের মধ্যে নতুন করে প্রোকলেমশন অব রিপাবলিক ঘোষণা করতে হবে। এবং সেটির ভিত্তিতে এবং বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক ক্রিয়াশীল রাজনৈতিক বলয়ের মতের ভিত্তিতে ২৪ পরবর্তী বাংলাদেশ পরিচালিত হবে।’