চট্টগ্রাম মহানগরী জামায়াতের কর্মপরিষদ বৈঠকে মুহাম্মদ শাহজাহান

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে

চট্টগ্রাম মহানগরী জামায়াতের কর্মপরিষদ বৈঠকে মুহাম্মদ শাহজাহান

39

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ শাহজাহান বলেছেন, দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে সাধারণ জনগণের নাভিশ^াস উঠেছে। পতিত স্বৈরাচার আওয়ামীলীগের মন্ত্রী, এমপি ও নেতাকর্মীদের সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এখনো অব্যাহত রয়েছে। দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের অপ্রত‚ল্য, শ্রমিকদের স্বল্প বেতন এবং গার্মেন্টস শ্রমিকসহ কিছু ক্ষেত্রে অসন্তোষ সৃষ্টি করে দ্রব্যমূল্য বৃদ্ধির ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তিনি অবিলম্বে আওয়ামীলীগ নেতৃবৃন্দের ষড়যন্ত্র বন্ধ এবং দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য বাস্তব প্রদক্ষেপ গ্রহনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানান।

Advertisement
spot_img

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্যদের নিয়মিত মাসিক বৈঠক দেওয়ান বাজারস্থ জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম, নগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মোহাম্মদ ইউনুছ, সাংগঠনিক স¤পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, কর্মপরিষদ সদস্য ডা. মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান, আবু বকর সিদ্দিক, অধ্যাপক মোহাম¥দ নুর, আমির হোসাইন, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, ফখরে জাহান সিরাজী সবুজ, মাহমুদুল আলম প্রমুখ।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যস্ত্র এখনো অব্যাহত রয়েছে। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়ন বজায় রাখার জন্য অন্তর্বর্তীসরকারকে সকলের সহযোগিতা এবং সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।

Advertisement
spot_img