গতকাল ১৩/১০/২০২৪ ইং রবিবার স্থানীয় মির্জাপুর উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি জনাব মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে সাহেদ ও জনির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম এশিয়ান স্পেশালাইজড হাসপাতালের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও সফল উদ্যেক্তা আলহাজ্ব লায়ন সালাউদ্দীন আলী।
ফাইনাল খেলার উদ্বোধক ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা আলহাজ্ব ছৈয়দ ফরিদ উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন টুর্ণামেন্টের পৃষ্ঠপোষক জনাব আবুল কালাম মানিক, ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মোস্তফা আলম মাসুম, সাবেক সাধারণ সম্পাদক লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল, আবদুল হালিম, সাবেক ইউপি সদস্য সৈয়দ শাহেদ মেম্বার, কৃতি ফুটবলা ও কোচ বাবু বিশ্ব রায়, অধ্যাপক অলি আহাদ চৌধুরী, বাবু কল্লেল ঘোষ, টিম ম্যানেজার গোলাম সরওয়ার, নাংগলমোড়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ শাহাবউদ্দিন, নাংগলমোড়া ইউনিয়ন বি এন পির আহবায়ক কমিটির সদস্য শফিউল আলম বাবু, নাংগলমোড়া ইউনিয়ন বিএনপির
সদস্য নুরুল আবছার আক্তার, নাংগলমোড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আকতার হোসেন ভূটোূ মেম্বার,গুমানমর্দন ইউনিয়ন যুবদল সিনিয়র যুগ্নআহবায়ক আনোয়ার হোসেন সহ অন্যান্য অতিথিবৃন্দ।
খেলায় লিভারপুল ফুটবল দল ২-১ গোলে ম্যানসিটি ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
টুর্ণামেন্টের সকল খেলা পরিচালনা করেন ক্লাবের সদস্য ও রেফারী আরিফুর রহমান রিপন ও মোঃ জাহেদ।
প্রধান অথিতি সালাউদ্দীন আলী বলেন এই ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে জাতীয় মানের খেলোয়াড় তৈরি হওয়ার ক্ষেত্র তৈরি হবে, ভ্রাতৃত্ববোধ, নিষ্ঠা ও সহনশীলতা বৃদ্ধি পাবে। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার শপথে এবং একটি উন্নত বাংলাদেশ গড়ার গভীর অভিপ্রায়ে সুস্থ, সবল ও কর্মঠ হিসেবে তরুণ সমাজকে প্রস্তুত করতে এই ধরনের উদ্যোগে সকলের সহযোগিতা কামনা করেন।
সালাউদ্দীন আলী আরো বলেন শিক্ষার মান বৃদ্ধি ও স্থানীয় জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য পড়ালেখার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সহিষ্ণুতা, মনোবল বৃদ্ধিসহ খেলোয়াড় সুলভ মনোভাব গড়ে তোলার জন্য সমাজের সকল পর্যায়ে জনগনকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।