ফতেপুর মনজুরুল ইসলাম সিনিয়র মাদ্রাসায় সহকারি অধ্যাপককে রাজকীয় সংবর্ধনা দিল মাদ্রাসা কমিটি

70

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন ইসালে সওয়াব মাহফিল ও বিদায় সংবর্ধনা আজ ১০ অক্টোবর বৃহস্পতিবার সকালে মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়।মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি আব্দুল আউয়াল আল কাদেরির সভাপতিত্বে, প্রস্তুতি কমিটির সদস্য সচিব প্রভাষক মাওলানা নুরুল্লাহ রায়হান খান এবং মাওলানা জামাল উদ্দিন আল কাদেরির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব জাকের হোসেন চেয়ারম্যান। সংবর্ধেয় অতিথি ছিলেন- মাদ্রাসার সাবেক সভাপতি শিক্ষাবিদ আলহাজ্ব মাহবুব উল আলম,সদ্য সাবেক সহকারি অধ্যাপক মাওলানা সোলাইমান আল কাদেরি।শুভেচ্ছা জ্ঞাপন করেন প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যাপক হারুন চৌধুরী। বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচলনা কমিটির সদস্য মুহাম্মদ আবুল বশর বাবুল, সেকান্দর মিয়া, জাহাঙ্গীর আলম, মুহাম্মদ নুর উদ্দীন, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবুল কাসেম রেজভি, সহকারি অধ্যাপক মাওলানা আবু বকর সিদ্দিকি, আরবি প্রভাষক মাওলানা বুলবুল বাহার, মাস্টার নুরুল ইসলাম,মাওলানা হাফেজ আলমগীর, মাওলানা শামসুল আলম প্রমূখ। উপস্থিত ছিলেন- সহকারি অধ্যাপক নিলুফার জাহান, প্রভাষক নাসরিন নাভিলা, মাস্টার জাফর, আব্দুল্লাহ মামুন, মিসেস হোসনে আরা, আসমাউল হুসনা, মাওলানা আবদুস সালাম, মাস্টার নুরুল আবছার, রুমা আকতার, সিদ্দিকি মইনুল হক, মুছা কাজেম, ফারহানা আকতার, হেলাল উদ্দিন, সালাউদ্দিন, শরফুদ্দীন প্রমুখ। বক্তারা বলেন-শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। তারা সমাজের বিবেক সদৃশ্য। ইসলামে ইলমেদ্বীনের সেবকদের সর্বোত্তম মানুষ বলা হয়েছে। বক্তারা বলেন- যেসময়ে দেশের বিভিন্ন স্থানে জাতির বিবেক শিক্ষকদের মর্যাদা ভূলুণ্ঠিত করা হচ্ছে,ফতেপুর মনজুরুল ইসলাম সিনিয়র মাদ্রাসা কমিটি- শিক্ষক- শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় আয়োজন করা হয়েছে প্রবীণ শিক্ষকের রাজসিক বিদায় সংবর্ধনা। বক্তারা এ আয়োজনকে সারাদেশের শিক্ষাঙ্গনের জন্য মাইলফলক হিসেবে অভিহিত করেন।পরে সাজানো গাড়িতে করে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মাদ্রাসার বিদায়ী সহকারি অধ্যাপক মাওলানা সোলাইমান কাদেরিকে রাজসিক বিদায় জানান- শিক্ষকমন্ডলি ও সাবেক বর্তমান শিক্ষার্থীবন্দ।

Advertisement
spot_img

 

Advertisement
spot_img