সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পূজা উপলক্ষে হাটহাজারীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে ব্যারিস্টার মীর হেলাল।
স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠন সমূহের নেতৃবৃন্দদের সাথে নিয়ে চ.সি.ক. ১নং দক্ষিন পাহাড়তলি ওয়ার্ডের রেবতী মহাজনের বাড়ী, ১নং ওয়ার্ড চ.সি.ক উত্তর ফতেয়াবাদ ঘোষ বাড়ী পুকুর সংলগ্ন সৎ সংঘ মন্দিরের সামনে, কিশোর সংঘের রামঠাকুর ধাম, নন্দীর হাট, ফতেপুর সর্ব মঙ্গলা কালী মন্দির রুদ্রপল্লী ফতেপুর, শ্রী শ্রী পুন্ডরীক ধাম, ফটিকা সার্বজনীন দূর্গা মন্ডপ ও রাম-লোকনাথ সেবাশ্রম, ফটিকা নাথ পাড়া যতীন্দ্র পোস্টমাস্টার বাড়ী পূজা মন্ডপ, মীরেরখীল নাথ পাড়া নাথ সংঘ সার্বজনীন দূর্গা মন্দির, রাজচন্দ্র চৌধুরী বাড়ী বিষ্ণু মন্দির পূজা পরিষদ,শ্রী শ্রী রক্ষাকালী মায়ের মন্দির, পূর্ব পাড়া ধ্রুব সংঘ সনাতন পল্লী পশ্চিম দেওয়ান নগর হাটহাজারী পৌরসভা, মাইজ পাড়া শ্রী শ্রী সত্য নারায়ন মন্দির, ২নং হাটহাজারী পৌরসভা নলিনী ডাক্তার বাড়ী সার্বজনীন দূর্গা মন্ডপ, রজনী মহাজন বাড়ি পূজা মন্ডপ পরিদর্শন।