চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল করিম বলেছেন, চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনের জন্য একটি মেগা প্রকল্পের অধীন সেনাবাহিনী কাজ করছে, এখন কাজ শেষ হয়নি তাই এখনই জলাবদ্ধতা দূরীকরণ নিয়ে শতভাগ নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তবে কোনো ওয়ার্ড পর্যায়ে জলাবদ্ধতার সুনির্দিষ্ট কারণ যদি চিহ্নিত করা যায়, সেটা জানালে দ্রুত সিডিএ এবং প্রকল্প সংশ্লিষ্টরা এ বিষয়ে ব্যবস্থা নেবে।
তিনি গতকাল মঙ্গলবার তার কার্যালয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলরদের উদ্দেশ্যে এ কথা বলেন। পাঠানটুলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খানের নেতৃত্বে সাবেক কাউন্সিলরদের একটি একটি দল সিডিএ’র চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে জলাবদ্ধতা নিরসন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের অগ্রগতি, এক্সপ্রেসওয়ের নিচে নষ্ট হওয়া সড়কের সংস্কার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিষয়ে জানতে চাইলে এসব কথা বলেন।
নতুন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল করিম কাউন্সিলদের প্রশ্নের জবাবে আরও বলেন, এক্সপ্রেসওয়ের নিচে নষ্ট হওয়া সড়ক দ্রুতই সংস্কার করা হবে। র্যাম্প এর কাজ দ্রুত কিভাবে শেষ করা যায় তা নিয়ে কাজ চলছে। আজ বুধবার সিডিএ চেয়ারম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের টিম এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরিদর্শনে যাচ্ছে।
সাবেক কাউন্সিলররা সাহসিকতার সাথে সৎভাবে কাজ করার পথে চেয়ারম্যানের সাথে থাকার অঙ্গীকার করেন। তারা ব্যস্ততার মাঝেও কাউন্সিলরদের সময় দেওয়ার জন্য চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আব্দুল মালেক, শামসুল আলম, মাহবুব আলম, নাজিম উদ্দিন, মো. তৈয়ব, মো. হাশেম, মো. সেকান্দর, ইসমাইল বালি, জয়নাল আবেদীন, মো. ডিউক ও লাবু ।