
আগামী ৮ অক্টোবর সকাল ১০ ঘটিকায় সিআরবিতে অনুষ্ঠিতব্য শ্রমিক সমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল সন্ধ্যায় এক প্রস্তুতি সভা রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় ক্যাম্প কার্যালয়ে (পাহাড়তলী) সহ সভাপতি কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসাবে দিক নির্দেশনা প্রদান করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এড: এমআর মঞ্জু। সভায় বক্তব্য রাখেন আবুবকর ছিদ্দিক, মনোয়ারা বেগম, সাহাব উদ্দীন, জহিরুল ইসলাম, দেলোয়ার হোসেন, জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান, ইফতেখার উদ্দীন মেহেদী। বিগত ফেসিস্টের সহযোগী কর্মকর্তাদের সরিয়ে নিরপেক্ষ, দক্ষ ও বৈষম্যহীন প্রসাশন পুনর্গঠন, দুনীতি অপচয়ের তদন্তকরণ পূর্বক ব্যবস্থা গ্রহণ, ত্রুটিযুক্ত নিয়োগবিধি ও পদ্ধতি সংশোধন করে শূন্য পদে লোক নিয়োগ ও পদোন্নতি প্রদান, রেলের আউটসোর্সিং প্রথা বন্ধ করে পূর্বের নিয়মে টিএলআর পদ্ধতি পুনঃবহাল করা সহ সুষ্ঠু রেল পরিচালনার মাধ্যমে যাত্রী সেবারমান উন্নয়নের লক্ষ্যে শ্রমিকদের ১৬ সুপারিশ এবং ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে আগামী ০৮ অক্টোবর সকাল ১০ ঘটিকায় সিআরবি চত্বরে শ্রমিক সভা সফল করার জন্য দলমত নির্বিশেষে সর্বস্তরের রেল কর্মচারীদের প্রতি আহবান জানানো হয়।
















