ফিলিস্তিনের গাজায় একটি মসজিদে অতর্কিত বিমান হামলা চালিয়েছে ইসরায়েলে। এ হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ৯৩ জন।
আল অ্যারাবিয়ার খবরে বলা হয়েছে, গাজার দেইর-এল-বালাহ এলাকায় আল-আকসা মার্টিয়ার্স হাসপাতালের পাশে সাহদা আল-আকসা মসজিদে এ হামলার ঘটনা ঘটেছে। বহু ফিলিস্তিনি মসজিদটিতে আশ্রিত ছিলেন বলে জানা গেছে।
হামলার বিষয়ে এক্স পোস্টে ইসরায়েল বাহিনী জানিয়েছে, সাহদা আল-আকসা মসজিদটি নিজেদের কাজের কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল হামাস। এছাড়া হামাস এটিকে ‘কমান্ড ও কন্ট্রোল কমপ্লেক্স’ হিসেবেও ব্যবহার করছিল। এজন্য সেখানে বোমা হামলা চালানো হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে কোনো তথ্যপ্রমাণ দেয়নি ইসরায়েল বাহিনী।
আগামীকাল ৭ অক্টোবর গাজা যুদ্ধের এক বছর পূর্তি হতে যাচ্ছে। গত বছরের এই দিনে গাজায় নজিরবিহীন হামলা শুরু করেছিল ইসরায়েল।
ডিভোর্সের শুনানি চলাকালে স্ত্রীকে কাঁধে নিয়ে দৌড় স্বামীর
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় এক বছর ধরে চলা ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত প্রায় ৪২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে প্রায় ৯৭ হাজার মানুষ। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু।
গাজার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গত এক বছরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ৭৯ শতাংশ মসজিদ ধ্বংস করে দিয়েছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি সেনাবাহিনীর তীব্র বোমাবর্ষণে গাজার এক হাজার ২৪৫টি মসজিদের মধ্যে ৮১৪টি মসজিদ মাটির সাথে মিশে গেছে এবং আরও ১৪৮টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।