ব্যক্তি বা প্রতিষ্ঠানের উর্ধ্বে গিয়ে রাষ্ট্রের স্বার্থের জন্য সবাইকে সৎ ও যোগ্য মানুষ হতে হবে। কর আইনজীবীদের দাবি ন্যায়সঙ্গত। জাতির স্বার্থে সংস্কারের উপযোগী। যে কোন আইন সম্মত জনস্বার্থে সংস্কার সম্ভব। দেশের জনগণের স্বার্থে যে কোন সংস্কার আইন সম্মত ও সময় উপযোগী। সম্মানিত কর আইনজীবীরা যেন ক্ষুদ্র স্বার্থ থেকে বৃহত্তর স্বার্থে নষ্ট না করে। তাই সবাই ঐক্যবদ্ধ থাকলে রাষ্ট্র সংস্কার করে রাজস্ব আহরণের মাধ্যমে জনগণকে উদ্ধুব্দ করে জনসম্পৃক্ত কর বান্ধব হিসেবে গড়ে তুলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। দেশের বিচারপতিরা করের আওতায় এখন অন্তর্ভুক্ত হন নাই। আশা করি শীঘ্রই তাদেরকে করের আওতায় আনা হবে। কর প্রদানের ক্ষেত্রে জনগণ যেন হয়রানির শিকার না হয়। সবাই যেন ঘরে বসে কর প্রদান করতে পারে- সে সেবার মানসিকতা নিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। আগামীতে যেন দেশের সকল মানুষ করের আওতায় আসে সেই মানসিকতা নিয়ে কাজ করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ডে চেয়ারম্যান এর সাথে ৩ অক্টোবর সকাল ১১ ঘটিকার সময়, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও আভ্যন্তরীন সম্পদ বিভাগের সচিব মো. আব্দুর রহমান খান, (এফসিএমএ) উপরোক্ত কথা বলেন।
চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাকা উল্লাহ চৌধুরী ইরান, চৌধুরী খালেদ বিন জনির যৌথ সঞ্চালনায় আগ্রাবাদ সি জি এস বিল্ডিং সমিতির অডিটোরিয়ামে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ড (কর নীতি) সদস্য জি এম আবুল কালাম কায়কোবাদ। এতে আরও বক্তব্য রাখেন, সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব কে. এম. জয়নাল আবেদীন, আলহাজ্ব মো. জামাল উদ্দিন, অ্যাড. মো. ওমর ফারুক, অ্যাড. মোহাম্মদ সোলাইমান, কার্যকরি কমিটির নেতৃবৃন্দের মধ্যে অর্থ সম্পাদক সনজয় আচার্য্য, লাইব্রেরি ও তথ্য প্রয্ুিক্ত সম্পাদক মো. কুতুব উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে আর বলেন, সমিতির নেতৃবৃন্দের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে সৎ যোগ্য ও নিঃস্বার্থবান ও জনবান্ধব দেশপ্রেমিক আইনজীবীর তালিকা পেলে অচিরেই টাইব্যুনাল বোর্ড গঠন করে দেওয়া হবে। এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড (কর নীতি) সদস্য এ কে এম বদিউল আলম। জাতীয় রাজস্ব বোর্ড (মূসক নীতি) সদস্য মো. বেলাল হোসেন চৌধুরী, কর আপীল টাইব্যুনাল চট্টগ্রাম বেঞ্চ-এর সদস্য মো. শাহিন আক্তার হোসেন, কর কমিশনার অঞ্চল-১, চট্টগ্রাম ড. মোহাম্মদ সামছুদ আরেফিন, কর কমিশনার অঞ্চল-২, চট্টগ্রাম আবদুস সোবহান, কর কমিশনার আপীল, চট্টগ্রাম মিসেস শামিনা ইসলাম, কর কমিশনার অঞ্চল-৪ আরশা ছিদ্দিকা শেলী, কর কমিশনার অঞ্চল-৩ মঞ্জুর আলম প্রমুখ। সর্বপ্রথমে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা এস্তেফাজুর রহমান ও গীতা পাঠ করেন সাংস্কৃতিক সম্পাদক রিংকু দত্ত। পরবর্তীতে পুষ্পমাল্য অর্পণ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সমিতির সাধারণ সম্পাদক বাকা উল্লাহ চৌধুরী ইরানের স্বাগত বক্তব্যের মাধ্যমে সমিতির দাবী দাওয়া উপস্থান লিখিত আকারে প্রদান করে প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করে সমিতির সভাপতি আবু তাহের।