পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে চলমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। বুধবার (২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলেন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য দেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, আকাশ আহমেদ, মোহাম্মদ ইলিয়াছ তালুকদার, বর্তমান সহ সভাপতি আব্বাস হোসাইন আফতাব, সাধারণ সম্পাদক মাসুদ নাসির, যুগ্ম সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন চাকমা, অর্থ ও দপ্তর সম্পাদক জগলুল হুদা, সদস্য নুরুল আবছার চৌধুরী, আরিফুল হাসনাত, মোয়াজ্জেম হোসেন কায়সার, ইসমাইল হোসেন নয়ন।
সভায় ইউএনও মাহমুদুল হাসান, রাঙ্গুনিয়ার উন্নয়ন, অগ্রযাত্রা, সমস্যা—সম্ভাবনাসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন এবং এক্ষেত্রে পেশাদার সাংবাদিকদের সহায়তা কামনা করেন। এছাড়া সাংবাদিকদের পেশাগত যে যেকোনো ইতিবাচক বিষয়ে সহায়তার আশ্বাস দেন ইউএনও।