রাউজানে গুজরা আইডিয়েল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

97

আজ ২৮ সেপ্টেম্বর রাউজান উপজেলার ঐতিহ্যবাহী গুজরা আইডিয়েল স্কুলের ২৫তম বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্কুল হল রুমে অনুষ্ঠিত হয়।
স্কুলের প্রধান শিক্ষক রাউজান কিন্ডারগার্টেন ফোরাম রাকিফো প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: শামসুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক ও রাউজান কিন্ডারগার্টেন ফোরাম রাকিফো প্রতিষ্টাতা মহাসচিব কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু।
স্কুলের শিক্ষিকা সাজিয়া নাসরিন কলি’র পরিচালনায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মধ্যম আধার মানিক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাবেক সভাপতি বিশিষ্ট সমাজ সেবক এম. হারুন, প্রধান বক্তা ছিলেন মধ্যম আধার মানিক উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের শিক্ষানুরাগী সদস্য ও গুজরা আইডিয়েল স্কুলের সভাপতি মো: ইসহাক, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক টুটুন বড়ুয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সীমা বড়ুয়া, শীপা বড়ুয়া, অনুপয়া বড়ুয়া, প্রদীপ বড়ুয়া, জিসান আকতার, আইরিন আকতার, আশালতা বড়ুয়া, হীরা বড়ুয়া প্রমুখ।
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্র অংকন প্রতিযোগীতার মাধ্যমে শিক্ষার্থীদের শারিরিক, মানসিক, মেধা ও মননের প্রকাশ ঘটে। প্রতিহিংসা নেতিবাচক কর্মকান্ড থেকে বিরত রাখতে শিক্ষার্থীদের নানা প্রতিযোগীতার মাধ্যমে প্রতিযোগীমনা করতে হবে। আজকের এ কোমলমতি শিশুদের যেভাবে গড়ে তোলা হবে সেভাবে গড়ে উঠবে। শিশু শিক্ষার্থীদের আনন্দের সহিত সুশিক্ষায় আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।।

Advertisement
spot_img
Advertisement
spot_img