বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি, হোটেলে ফিরে গেছে দুদল

99
ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুরে আজ শনিবার সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ফলে দ্বিতীয় দিনের খেলা শুরু হতে দেরি হবে। ইতোমধ্যে বৃষ্টির কারণে গ্রিন পার্ক স্টেডিয়াম থেকে হোটেলে ফিরে গেছে ভারত ক্রিকেট দল। বাংলাদেশ দলও পরে হোটেলে ফিরে গেছে।
এর আগে গতকালও টেস্টের প্রথম দিন দিনভর বৃষ্টির বাগড়া ছিল। টস বিলম্বে হওয়ার পর খেলা শুরু হলেও প্রথম দিনে মাত্র ৩৫ ওভার খেলা হয়েছে। যেখানে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তুলে দিন শেষ করেছিল বাংলাদেশ।

দ্বিতীয় সেশনে ৯ ওভার খেলা হওয়ার পরই আলোর স্বল্পতা এবং পরে বৃষ্টি নামায় খেলা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। পরে বৃষ্টি না থামায় ও আলো কমে আসায় প্রথম দিনের খেলা বন্ধ ঘোষণা করেন আম্পায়ার।

Advertisement
spot_img

গ্রিন পার্ক স্টেডিয়ামে চারে নামা মুমিনুল হক ৮১ বলে ৭ চারের সাহায্যে করেন ৪০ রান। আরেক পাশে ৬ রানে অপরাজিত মুশফিক। দুইজনের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ২৭ রান।

Advertisement
spot_img